ধানের শীষের জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হতে হবে: এম এ মালিক

                                            
                                    
সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন,আগামী ফেব্রুয়ারির নির্বাচন আমাদের জন্য হবে একটি গুরুত্বপূর্ণ মোড়। তাই সিলেটের তিন আসনে ধানের শীষের জয় নিশ্চিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন লালাবাজার মাইক্রোবাস শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মালিক বলেন, “লালাবাজারের প্রিয় ভাই-বোনেরা, আজ আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের এলাকার উন্নয়ন, মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে। আগামী ফেব্রুয়ারির নির্বাচন আমাদের জন্য হবে একটি গুরুত্বপূর্ণ মোড়।”
তিনি অভিযোগ করে বলেন, গত ১৫ বছর ধরে দেশে গণতন্ত্র ও ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করা হয়েছে যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ।
এম এ মালিক বলেন, “আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে। ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন, যা আমাদের জন্য আশার বার্তা।”
নিজেকে এলাকার সন্তান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আমি একজন শ্রমিকের সন্তান। এই মাটিতেই আমার বেড়ে ওঠা। তাই ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের পাশে থেকে কাজ করার সুযোগ চাই।”
সভায় আরও বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমদ খলকু, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, ও শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ একরাম আলী প্রমুখ।
শেষে এম এ মালিক মহান আল্লাহর কাছে দোয়া চান যেন আসন্ন নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং ধানের শীষের বিজয়ের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হয়।
ভিওডি বাংলা/ এমএইচ
                            
                        
                
                




                

