মনোনয়ন পরিবর্তনের দাবিতে কুমারখালীতে বিক্ষোভ মিছিল

                                            
                                    
কুষ্টিয়া কুমারখালীতে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর বিক্ষোভ মিছিল করেছে , কুমারখালী উপজেলা বিএনপি'র একাংশের নেতাকর্মীরা।
সোমবার (৩ নভেম্বর) রাত ৮ টা ৩০ মিনিটের দিকে কুমারখালী শহরে এই বিক্ষোভ মিছিল করেছে মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিকের সমর্থকরা। বিক্ষোভ মিছিল থেকে বিক্ষোভকারীরা কুষ্টিয়া -৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে ভুয়া - ভুয়া বলে স্লোগান দিতে থাকেন। এই সময় বিক্ষোভকারীরা এই আসনের মনোনয়ন পরিবর্তনের দাবি জানান।
ওই আসনে বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী নাম ঘোষণা করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপির সভাপতি আনছার প্রামাণিকের সমর্থকরাবিক্ষোভ বিক্ষোভ মিছিল বেড় করে এবং মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি করেন।
বিক্ষোভ মিছিল থেকে বিক্ষোভকারীরা ঘোষণা দেন এই আসনে মনোনয়ন পরিবর্তন করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে সড়ক ও রেলপথ অবরোধ করে দাবি করা হবে।
কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিক জানান, যার সঙ্গে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের যোগাযোগ নেই। তাকে মনোনয়ন দিলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মেনে নেবে না। মনোনয়ন পরিবর্তন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, বিএনপি কাকে মনোনয়ন দেবে সেটা দলের বিষয়। যারা মনোনয়ন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছে- আমি মনে করি তারা দলের বিরুদ্ধে আচরণ করছেন।
ভিওডি বাংলা/ এমএইচ
                            
                        
                
                




                

