• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যশোরের পাঁচটি আসনে ধানের শীষ পেলেন যারা

যশোর প্রতিনিধি    ৪ নভেম্বর ২০২৫, ১২:৩৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

অবশষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।

তবে প্রার্থীর নাম ঘোষণার আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

এ সময় মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পরে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন পেতে যাচ্ছি। বিএনপির পক্ষ থেকে সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য আমরা ইতিমধ্যে সারাদেশে সব ইউনিটে কাজ শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের ২৩২ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা দিতে যাচ্ছি। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছে তাদের মধ্যে যেসব আসনে তাদের প্রার্থী দিতে চান সেখানে আমরা প্রার্থী দিইনি। তারা এসব আসনে প্রার্থী ঘোষণা করবেন।  

এরই ধারাবাহকতায় যশোরের ৬টি আসনের মধ্যে ৫টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ধারণা করা হচ্ছে যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপি'র শরীক দলের জন্য রাখা হয়েছে। এ আসনে  সাম্ভব্য প্রার্থী হিসেবে সাবেক মন্ত্রী মুফতি ওয়াক্কাসের ছেলের নাম শোনা যাচ্ছে। এছাড়া বিএনপি  যশোর-১ (শার্শা) থেকে মনোয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রাক্তন দপ্তর সম্পাদক এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মফিকুল হাসান তৃপ্তি। যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা)  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা মরহুম নাজমুল ইসলামের স্ত্রী সাবিরা নাজমুল মুন্নি, যশোর-৩ (যশোর সদর) আসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের পুত্র ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত  সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত,  যশোর-৪ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব,  যশোর-৬ (কেশবপুর) ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। 

যশোরের আসনগুলোতে বিএনপি মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার সাথে সাথে নেতা-কর্মীদের মধ্যে আনন্দ ও উৎফুল্লতা দেখা গেলেও বিএনপির অনেক নেতা-কর্মীরা তাদের মনোনীত প্রার্থী মনোনীত না হওয়ায় হতাশা প্রকাশ করেন। তবে বিএনপির অনেক নেতা-কর্মীরা দাবি করছেন যত নির্বাচন ঘনিয়ে আসবে ততদিনে বিএনিপর মনোনীত প্রার্থীর সাথে একসাথে কাজ করবেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুলবাড়ীতে মুগ্ধতা ছড়াচ্ছে কুচুরিপানা ফুল
ফুলবাড়ীতে মুগ্ধতা ছড়াচ্ছে কুচুরিপানা ফুল
তাড়াশে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ লসিমন জব্দ
তাড়াশে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ লসিমন জব্দ
নেত্রকোণায় ডিবির অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী
নেত্রকোণায় ডিবির অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী