• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভ্যাটিকানের মানব উন্নয়ন মন্ত্রীর রোহিঙ্গা শিবির পরিদর্শন

কক্সবাজার প্রতিনিধি    ৪ নভেম্বর ২০২৫, ১১:০৮ এ.এম.
কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে মানবিক কার্যক্রম পরিদর্শন করছেন ভ্যাটিকানের মানব উন্নয়ন মন্ত্রী কার্ডিনাল মাইকেল ফেলিক্স জার্নি।-ছবি সংগৃহীত

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন সফররত ভ্যাটিকানের মানব উন্নয়ন মন্ত্রী কার্ডিনাল মাইকেল ফেলিক্স জার্নি।

সোমবার (৩ নভেম্বর) সফরের মিডিয়া সাব-কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান মানবিক প্রচেষ্টা পর্যবেক্ষণ ও বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতি সংহতি জানাতেই এই পরিদর্শন করেন তিনি।

রোহিঙ্গা শিবিরের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখে কার্ডিনাল জার্নি পোপ চতুর্দশ লিওর সঙ্গে সরাসরি মতবিনিময়ের আশ্বাস দেন। তিনি বলেন, ভবিষ্যতে রোহিঙ্গা সংকট সমাধানে আরও কার্যকর সহযোগিতা ও উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।

কার্ডিনালের সঙ্গে ছিলেন- তার সেক্রেটারি ফাদার জোসেফ সাভারিমাথু, এশিয়া মেইনল্যান্ডের আঞ্চলিক সমন্বয়ক ফ্রান্সেসকা ডোনা, বাংলাদেশে নিযুক্ত অ্যাপোস্টলিক নুনসিও আর্চবিশপ কেভিন স্টুয়ার্ট র‌্যান্ডাল, চট্টগ্রামের আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, বিশপ জার্ভাস রোজারিও ও ফাদার লিটন গোমেজসহ ন্যায় ও শান্তির জন্য বিশপ কমিশনের সদস্যরা।

রোহিঙ্গা ক্যাম্পে তারা কারিতাস বাংলাদেশের বাস্তবায়িত বিভিন্ন মানবিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শরণার্থী পরিবারগুলোর সঙ্গে সরাসরি কথা বলেন। প্রতিনিধি দল ক্যাম্প-৪ ও ক্যাম্প-৪ এক্সটেনশনে এমসিএসি কেন্দ্র, ওয়াশ প্রদর্শনী, কমিউনিটি সভা এবং ক্যাম্প-১৯-এর আশ্রয় কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় কার্ডিনাল নিজ হাতে কয়েকটি রোহিঙ্গা পরিবারকে উন্নত আশ্রয় সামগ্রী বিতরণ করেন।

পরিদর্শন শেষে কার্ডিনাল জার্নি বলেন, “শিবিরে আমার অভিজ্ঞতা দেখায়, রোহিঙ্গারা প্রতিদিন কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন। তবুও তারা আশার আলো ধরে রেখেছেন। কারিতাসের অব্যাহত সহায়তা তাদের ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি তৈরি করছে।”

তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ও ধর্মভিত্তিক সংস্থাগুলোর উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “অর্থায়ন কমে আসছে, মনোযোগও হ্রাস পাচ্ছে-এই সময়ে বিশ্বকে আরও বেশি সংহতি প্রদর্শন করতে হবে। আমি প্রার্থনা করি, একদিন তারা শান্তি ও মর্যাদার সঙ্গে নিজ জন্মভূমিতে ফিরে যেতে পারবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুলবাড়ীতে মুগ্ধতা ছড়াচ্ছে কুচুরিপানা ফুল
ফুলবাড়ীতে মুগ্ধতা ছড়াচ্ছে কুচুরিপানা ফুল
তাড়াশে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ লসিমন জব্দ
তাড়াশে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ লসিমন জব্দ
নেত্রকোণায় ডিবির অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী
নেত্রকোণায় ডিবির অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী