• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জোট করলেও নিজ দলের প্রতীকে ভোটের বিধান বহাল

নিজস্ব প্রতিবেদক    ৪ নভেম্বর ২০২৫, ১০:৫০ এ.এম.
ছবি: সংগৃহীত

উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। নতুন বিধান অনুযায়ী, জাতীয় নির্বাচনে কোনো দল জোট করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে।

সোমবার (৩ নভেম্বর) অধ্যাদেশের গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনের খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। পরে বিএনপি জোট মনোনীত প্রার্থীর নিজ দলের প্রতীকে ভোট বাধ্যতামূলক করার বিষয়ে আপত্তি জানালেও, জামায়াত ও এনসিপি ২০ ধারার এই সংশোধন বহাল রাখার পক্ষে মত দেয়।

শেষ পর্যন্ত টানাপড়েনের মধ্যেই সেই বিধান বহাল রেখে অধ্যাদেশ জারি করা হয়েছে। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও কোনো প্রার্থী অন্য দলের বা বড় দলের প্রতীকে ভোট করতে পারবেন না। সবাইকে নিজ নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে আরপিওসহ নির্বাচনি আইনসমূহে একগুচ্ছ সংস্কার কাজ শেষ করেছে সরকার ও নির্বাচন কমিশন (ইসি)।

ইতোমধ্যে ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, নির্বাচন কমিশন সচিবালয় আইন, ভোটকেন্দ্র নীতিমালা, দেশি-বিদেশি পর্যবেক্ষক নীতিমালা এবং সাংবাদিক আচরণবিধি সংশোধন করা হয়েছে।

আরপিও সংশোধনের পর এখন দল ও প্রার্থীর আচরণবিধি জারি করবে ইসি।

উল্লেখ্য, স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রথমবারের মতো গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) প্রণয়ন করা হয়। এরপর সময়ের পরিক্রমায় এ আইনে একাধিকবার পরিবর্তন আনা হয়েছে। সর্বশেষ ২০২৩ সালে সংসদে পাস হয় গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইন ২০২৩।

আরপিওর মাধ্যমে নির্ধারিত হয় নির্বাচনে নাগরিকদের গণঅধিকার, নির্বাচন কমিশনের দায়িত্ব ও কর্তব্য এবং কীভাবে একটি নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহজাহানপুরে ভাড়া বাসা থেকে বস্তাবন্দি তরুণীর মরদেহ উদ্ধার
শাহজাহানপুরে ভাড়া বাসা থেকে বস্তাবন্দি তরুণীর মরদেহ উদ্ধার
শাহজালাল বিমানবন্দরে স্ট্রং রুমের তালা ভাঙা
শাহজালাল বিমানবন্দরে স্ট্রং রুমের তালা ভাঙা
রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার