• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রার্থী তালিকায় নাম নেই যে সব ‘হেভিওয়েট’ নেতার

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৩ নভেম্বর ২০২৫, ১০:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

এয়োদশ সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয়তাবাদী দল-বিএনপি। সোমবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন। বাকি ৬৩টি আসনের মধ্যে ৪০টি আসন যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য ছেড়ে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে দলটি। আর ২৩টি আসনে প্রার্থী দেওয়া হবে পরে। তবে, আসন নিয়ে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে দলটির সমঝোতা হলে পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ।

প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বেলা সাড়ে ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন। টানা সাড়ে তিন ঘন্টা বৈঠকের পর সংবাদ সম্মেলনে আসলেন বিএনপি মহাসচিব।

ঘোষিত তালিকায় দলের মনোনয়ন পেয়েছেন দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে এবং ঠাকুরগাঁও-১ আসনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হয়েছে।

তবে ঘোষিত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকায় নাম নেই বিএনপির বেশকয়েকজন হেভিওয়েট ও ক্লিন ইমেজদারী নেতা। তারা হলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, হুমায়ুন কবির, প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, আন্তর্জাতিক সম্পাদক নাসির উদ্দিন অসীম, গবেষণা সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা, সহ স্বেচ্ছাসেবক সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েল, সহ-তথ্য সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী  নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, শেখ রবিউল আলম রবি, আকরামুল হাসান মিন্টু, বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী প্রমুখ।

এবার স্থায়ী কমিটির সদস্যদের পরিবারের কোনো ছেলে-মেয়ে নির্বাচনে অংশ নিচ্ছে না।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৩ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। প্রার্থীদের তালিকা প্রকাশের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে ২৩৭ আসনে আমরা সম্ভাব্য প্রার্থীর নাম  ঘোষণা করলাম। এরপরে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই সমস্ত দলের সাথে কথা বলে যে সমস্ত আসন আমরা ঘোষণা করেনি তারা আসতে পারেন। অথবা আমাদের আসনও আমরা পরিবর্তন করতে পারি এটা আমরা পরিস্কার করে জানিয়ে দিচ্ছি। একই সঙ্গে আমরা বলতে চাই, এটা আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা।’

চূড়ান্ত না হওয়া আসনগুলো হলো— ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নীলফামারী-১ ও ৩, লালমনিরহাট-২, বগুড়া-২, নওগাঁ-৫, নাটোর-৩, সিরাজগঞ্জ-১, পাবনা-১, ঝিনাইদহ-১, ২ ও ৪, যশোর-৫, নড়াইল-২, বাগেরহাট-১, ২ ও ৩, খুলনা-১, পটুয়াখালী-২ ও ৩, বরিশাল-৩, ঝালকাঠি-১, পিরোজপুর-১, টাঙ্গাইল-৫, ময়মনসিংহ-৪ ও ১০, কিশোরগঞ্জ-১ ও ৫, মানিকগঞ্জ-১, মুন্সিগঞ্জ-৩, ঢাকা-৭, ৯, ১০, ১৩, ১৭, ১৮ ও ২০, গাজীপুর-১ ও ৬, নরসিংদী-৩, নারায়ণগঞ্জ-৪, রাজবাড়ী-২, ফরিদপুর-১, মাদারীপুর-২, সুনামগঞ্জ-২ ও ৪, সিলেট-৪ ও ৫, হবিগঞ্জ-১, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৬, কুমিল্লা-২ ও ৭, লক্ষ্মীপুর-১ ও ৪, চট্টগ্রাম-৩, ৬, ৯, ১১, ১৪ ও ১৫ এবং কক্সবাজার-২।

এদিকে, আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বিএনপির আসন সমঝোতা হওয়ার আলোচনা চলমান রয়েছে। চূড়ান্তভাবে সমঝোতা হলে গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের নিয়ে গঠিত এই দলটিকেও বিএনপি একাধিক আসন ছাড় দেবে। একাধিক সূত্রে এমনটাই আভাস মিলেছে।

ভিওডি বাংলা/ এমএইচ/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোর-৬ আসনে ভোটে লড়বেন শ্রাবণ
যশোর-৬ আসনে ভোটে লড়বেন শ্রাবণ
সিলেট-২ আসনে ইলিয়াস আলীর স্ত্রী
সিলেট-২ আসনে ইলিয়াস আলীর স্ত্রী
ঢাকা-১৪ আসন থেকে লড়বেন সানজিদা তুলি
ঢাকা-১৪ আসন থেকে লড়বেন সানজিদা তুলি