• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক    ৩ নভেম্বর ২০২৫, ০৬:০৭ পি.এম.
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের ঘোষণামতে আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‌‘দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনে প্রায় ২৩৫ আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা দেওয়া হচ্ছে। যেসব আসনে যুগপৎ আন্দোলনের অংশীদার দলগুলো প্রার্থী দেবে, সেখানে বিএনপি সমন্বিতভাবে সিদ্ধান্ত নেবে।’

তিনি আরও জানান, দিনাজপুর–৩,  বগুড়া–৭ এবং ফেনী-১ আসন থেকে আসন্ন নির্বাচনে অংশ নেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

ভিওডি বাংলা/ আরিফ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
তারেক রহমান: জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে
মির্জা আব্বাস: বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে