• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজকীয় আয়োজনে শাহরুখ এর ‘কিং’

বিনোদন ডেস্ক    ৩ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ পি.এম.
‘কিং’-এর তারকাবহুল কাস্টিং লিস্ট। সংগৃহীত ছবি

বলিউডের বাদশাহ শাহরুখ খান যখন নতুন সিনেমার ঘোষণা দেন, সেটি শুধু খবর থাকে না—পরিণত হয় এক উৎসবে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সম্প্রতি প্রকাশিত হয়েছে শাহরুখের নতুন ছবি ‘কিং’–এর টিজার, আর তাতেই উচ্ছ্বাসে মেতেছে ভক্তরা।

টিজার প্রকাশের পর থেকেই বলিউডজুড়ে শুরু হয়েছে আলোচনা। সিনেপ্রেমীদের একাংশের ধারণা, এবার যেন পর্দায় নিজের রাজসভা সাজাতে চলেছেন শাহরুখ—যেখানে তিনি থাকবেন প্রকৃত ‘কিং’।

ছবিটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শাহরুখ খান নিজে। ‘জওয়ান’ ও ‘পাঠান’-এর পর আবারও দর্শকরা দেখতে পাবেন তাকে অ্যাকশন ও ড্রামার সংমিশ্রণে। তার বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন, যার সঙ্গে শাহরুখের জুটি মানেই হিট রেকর্ড।

সবচেয়ে বড় চমক হলো, শাহরুখ কন্যা সুহানা খান এই ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় অভিনয় করছেন। ‘দ্য আর্চিস’-এর ডিজিটাল অভিষেকের পর এবার বাবার সঙ্গেই তার সিনেমাটিক আত্মপ্রকাশ।

‘কিং’-এর তারকাবহুল কাস্টিং লিস্ট নিয়েও চলছে জোর গুঞ্জন। অভিনয়ে থাকছেন অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, পাশাপাশি ওটিটির জনপ্রিয় মুখ জয়দীপ আহলাওয়াত ও সৌরভ শুক্লা। নতুন প্রজন্মের তারকা রাঘব জুয়েল, অভয় ভার্মা ও কারানভির মালহোত্রাকেও দেখা যেতে পারে এই রাজকীয় অভিযানে।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স। পরিচালনায় রয়েছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি শাহরুখের ব্লকবাস্টার ‘পাঠান’-এরও পরিচালক ছিলেন।

সব মিলিয়ে, ‘কিং’ নিয়ে প্রত্যাশা তুঙ্গে। ধারণা করা হচ্ছে, এটি হতে পারে অ্যাকশন, আবেগ ও জাঁকজমকের এক রাজকীয় মিশ্রণ, যা বলিউডে নতুন রেকর্ড গড়তে সক্ষম।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হ্যালোইনে ফিরে এলো কোল্ডপ্লের সেই ভাইরাল দৃশ্য!
হ্যালোইনে ফিরে এলো কোল্ডপ্লের সেই ভাইরাল দৃশ্য!
ছেলেকে নিয়ে হ্যালোইন উদযাপন করলেন শাবনূর
ছেলেকে নিয়ে হ্যালোইন উদযাপন করলেন শাবনূর
খ্যাতি নয়, শান্তিই আসল অর্জন: জেনিফার লরেন্স
খ্যাতি নয়, শান্তিই আসল অর্জন: জেনিফার লরেন্স