• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পৃথক দুই মামলায়

নাসা গ্রুপের চেয়ারম্যান ও দেশ টিভির সাবেক এমডি গ্রেপ্তার

আদালত প্রতিবেদক    ৩ নভেম্বর ২০২৫, ০২:৪৩ পি.এম.
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং দেশ টিভির সাবেক এমডি আরিফ হাসান। সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক পৃথক দুটি মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং দেশ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর মধ্যে গুলশান থানার কামাল হোসেন হত্যা মামলায় নজরুল ইসলাম মজুমদার এবং কোতোয়ালি থানার হত্যাচেষ্টা মামলায় আরিফ হাসানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

সোমবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন তাদের আদালতে হাজির করা হয়। শুনানির সময় দুজনই কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেদের বক্তব্য দেন এবং আদালতের আদেশ শোনেন।

প্রথমে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়, পরে আরিফ হাসানকে। এরপর আদালত উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ৩০ অক্টোবর গুলশান থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম আসামি নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। একইভাবে, গত ২৮ অক্টোবর কোতোয়ালি থানার উপপরিদর্শক অনুতাপ ঘোষ আসামি আরিফ হাসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

হত্যা মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর শাহজাদপুর বাটার গলি এলাকায় আন্দোলনে অংশ নেন কামাল হোসেন। দুপুর সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। এ ঘটনায় চলতি বছরের ৭ জুলাই গুলশান থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

হত্যাচেষ্টা মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ৫ আগস্ট কোতোয়ালি থানাধীন সিএমএম কোর্ট এলাকায় আন্দোলনে অংশ নেন রোফায়েদ হাসানসহ ২৫–৩০ জন কর্মী। সে সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন রোফায়েদ। পরে সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে তাকে বাসায় পাঠানো হয়। এখনো তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। এ ঘটনায় একই বছরের ১৪ নভেম্বর নয়ন হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো দিন রায় আসছে আবু সাঈদ হত্যা মামলায়
যেকোনো দিন রায় আসছে আবু সাঈদ হত্যা মামলায়
চট্টগ্রাম-২ আসনের প্রার্থিতা ফিরে পেলেন
সরোয়ার আলমগীর: চট্টগ্রাম-২ আসনের প্রার্থিতা ফিরে পেলেন
১০১ সংগঠনের কঠোর প্রতিবাদ, পুনর্বিবেচনার দাবি
চানখাঁরপুল হত্যাকাণ্ডের রায় প্রত্যাখ্যান: ১০১ সংগঠনের কঠোর প্রতিবাদ, পুনর্বিবেচনার দাবি