• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জিয়াউর রহমানের পর সবচেয়ে সফল ইউনূস সরকারই: ফুয়াদ

ঝালকাঠি প্রতিনিধি    ২ নভেম্বর ২০২৫, ১০:৫০ পি.এম.
সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর ইউনূস সরকারকেই আমি সবচেয়ে সফল বলে মনে করি। ৫ আগস্টের পর দেশে দুর্ভিক্ষ বা গৃহযুদ্ধের আশঙ্কা ছিল, কিন্তু তা হয়নি— এদিক থেকে এই সরকার সফল।”

রোববার (২ নভেম্বর) বিকালে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, “৩০০ আসনের এককক্ষ বিশিষ্ট সংসদই যখন গুছিয়ে চালানো কঠিন, সেখানে আরও ১০০ আসন যুক্ত করলে তা ব্যবসায়িক লেনদেনের হাতিয়ারে পরিণত হবে। গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে না উঠলে উচ্চকক্ষ যুক্ত করে কোনো সুফল মিলবে না, বরং দুর্নীতির নতুন দরজা খুলে যাবে।”

তিনি আরও বলেন, “রাষ্ট্র এখন নির্বাচনের জন্য প্রস্তুত, দরকার শুধু সচেতন ও শিক্ষিত ভোটার তৈরি করা। আমরা আশা করি, ইউনূস সরকারের ঘোষিত সময়সীমার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

নির্বাচনী ব্যয় প্রসঙ্গে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, “নির্বাচন কমিশন প্রার্থীদের জন্য ব্যয়ের সীমা নির্ধারণ করেছে ২৫ লাখ টাকা, কিন্তু বাস্তবে একেকটি আসনে শুধু নির্বাচনের দিনেই এক কোটি টাকার বেশি খরচ হয়। তাই আমরা প্রস্তাব দিয়েছি, রাষ্ট্র যেন নির্বাচনের ব্যয় বহন করে।”

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমান সংবিধান মৃত। আওয়ামী লীগ নির্বাচনে থাকুক বা না থাকুক, জনগণ তাদের চায় না— বিশ্ববিদ্যালয় নির্বাচনে তার প্রমাণ মিলেছে।”

মতবিনিময় সভায় এবি পার্টির ঝালকাঠি-২ আসনের মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেনকেও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন ব্যারিস্টার ফুয়াদ।

ভিওডি বাংলা / আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করে আবোল-তাবোল বলছে : তাহের
বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করে আবোল-তাবোল বলছে : তাহের
ইসি ব্যাখ্যা দেয়নি, সংশয় তৈরি হয়েছে : হাসনাত
ইসি ব্যাখ্যা দেয়নি, সংশয় তৈরি হয়েছে : হাসনাত
দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত ছাত্রদল : এ্যানি
দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত ছাত্রদল : এ্যানি