• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিয়ে নিয়ে শেহনাজ গিলের খোলামেলা মন্তব্য

বিনোদন ডেস্ক    ২ নভেম্বর ২০২৫, ১০:৩৭ পি.এম.
ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী শেহনাজ গিল। সংগৃহীত ছবি

ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী শেহনাজ গিল জানিয়েছেন, বিয়ে নিয়ে তার মনে রয়েছে গভীর সংশয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মন থেকে বিয়ে করতে ইচ্ছা করে না, কারণ বিয়ে ঠিক না হলে নারীর জীবন নরক হয়ে যেতে পারে।”

‘বিগ বস ১৩’-এর অন্যতম আলোচিত মুখ শেহনাজ বর্তমানে কোনও বিয়ের পরিকল্পনা করছেন না। তবে ভবিষ্যতে কী হবে, তা এখনই বলা কঠিন বলে জানান তিনি।

ভারতীয় অভিনেত্রী শেহনাজ গিল।

শেহনাজের সঙ্গে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সম্পর্ক একসময় ছিল বলিউডে চর্চার কেন্দ্রবিন্দুতে। সিদ্ধার্থের মৃত্যুর পর তিনি আর কোনো সম্পর্কে জড়াননি বলে মনে করেন ভক্তরা।

নিজের মতামত জানাতে গিয়ে শেহনাজ বলেন, ‘বাবা-মায়ের বাড়ি ছেড়ে যাওয়ার পর তুমি গোটা জীবন একটা ছেলের জন্য উৎসর্গ করছো। এটা খুব বড় সিদ্ধান্ত। কিন্তু যদি বিয়ে ঠিকভাবে না হয়, তাহলে সেটি একজন নারীর জীবনে ভয়াবহ প্রভাব ফেলে— জীবন নরক হয়ে যায়।’

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউটিউবে গুজব ছড়াচ্ছেন অহনা-সীমান্ত!
ইউটিউবে গুজব ছড়াচ্ছেন অহনা-সীমান্ত!
ডিভোর্সের ১২ বছর পর মহিমা, পাশে ষাটোর্ধ্ব সঞ্জয়!
ডিভোর্সের ১২ বছর পর মহিমা, পাশে ষাটোর্ধ্ব সঞ্জয়!
ইমরানের ক্যামিওতে ছেলের স্কুলজীবনে হাস্যরস!
ইমরানের ক্যামিওতে ছেলের স্কুলজীবনে হাস্যরস!