• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গ্রাম-শহর, অলিগলি—জিতবে এবার শাপলা কলি : সারজিস

নিজস্ব প্রতিবেদক    ২ নভেম্বর ২০২৫, ০৮:১০ পি.এম.
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম নির্বাচনে নিজেদের দলীয় প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

রোববার (২ নভেম্বর) নিজের ফেসবুক পেজ থেকে করা পোস্টে তিনি লিখেছেন, ‘গ্ৰাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি।’

উল্লেখ্য, সারজিস আলমের করা পোস্টটি এরই মধ্যে হু হু করে ভাইরাল হয়ে গেছে।

সারজিস আলমের করা পোস্টের নিচে অনেকেই নানা রকম কমেন্ট করেছে।

মোহাম্মদ ফরহাদ মোল্যা নামের একজন লেখেন, শাপলার কলি কলিই থাকবে, জীবনে আর শাপলা ফুল ফুটবে না। এটা বাস্তব মেলায় নিয়েন।

গিয়াস উদ্দিন মাক্কি নামের আরেকজন লেখেন, জেনে যাক অলিগলি জিতবে এবার আনার কলি। 

এর আগে এনসিপি নেতা জহিরুল ইসলাম মুসা বলেন, শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি এখন আমাদের পছন্দ। এর জন্য আমরা আবেদন করেছি। এনসিপির প্রতীক শাপলা কলি বিবেচনায় নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করতে পারে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
'তাহলে সেই বাকস্বাধীনতাটা কোথায় গেল?'
মামলার প্রতিক্রিয়া 'তাহলে সেই বাকস্বাধীনতাটা কোথায় গেল?'
ভারতে পালানোর পর ফয়সালের সেলফি : জুলকারনাইন
হাদি হত্যাচেষ্টা ভারতে পালানোর পর ফয়সালের সেলফি : জুলকারনাইন
হাদির ওপর হত্যাচেষ্টা, জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি ইশরাকের
হাদির ওপর হত্যাচেষ্টা, জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি ইশরাকের