সতর্ক করল বিজিবি
বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বিএসএফের ‘ভাঙচুর’

সিলেটের জকিগঞ্জের মানিকপুর সীমান্ত দিয়ে রোববার সকালে বিএসএফের ৪–৫ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানানোর পর বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পতাকা বৈঠকে প্রতিবাদ জানায়। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে বিএসএফকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সিলেটের জকিগঞ্জের মানিকপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফের একটি দল প্রবেশ করে। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের ১৯ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল জুবায়ের আনোয়ার।
স্থানীয়রা জানায়, কোনো প্রকার অনুমতি ছাড়াই সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে বিএসএফের ৪ থেকে ৫ জন সদস্য জকিগঞ্জের মানিকপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে। অভিযোগ উঠেছে, এ সময় তারা কৃষিজমিতে থাকা বাঁশ ও কয়েকটি বাঁশের স্থাপনা ভেঙে ফেলে। স্থানীয় কয়েকজন বিষয়টি খেয়াল করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা একত্রিত হয়ে বিএসএফকে তাড়িয়ে দেয়। পরে বিজিবিকে খবর দেওয়া হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিজিবির একটি দল।
বিজিবি জানায়, বিষয়টি নিয়ে বিএসএফের সাথে বিজিবির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিএসএফ সদস্যদের অবৈধ অনুপ্রবেশের বিষয়ে প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে সেজন্য বিএসএফ সদস্যদের সতর্ক করে দেওয়ারও আহ্বান জানায় বিজিবি।
ভিওডি বাংলা/ এমএইচপি/ এমপি





