• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে চোলাই মদসহ গ্রেপ্তার ৪

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ২ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মধ্য ভালুকা এলাকায় অভিযান চালিয়ে ২৪০ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও যৌথবাহিনী। 

শনিবার (২ নভেম্বর ) সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

গৌরীপুর থানার নারী কনস্টেবল নাছরিন (কং/১৯৩৯) এর নেতৃত্বে, কনস্টেবল বুলবুল আহমেদ (কং/২১২২) ও যৌথবাহিনীর সদস্যদের সহযোগিতায় আসামিদের গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিরা হলেন–বিশ্বনাথ রবিদাস (৬০), মিনা রবিদাস (৫৫), সবিতা রবিদাস (৪৫),তাপস রবিদাস (২১)।
তাঁরা সবাই মধ্য ভালুকা ব্রীজ সংলগ্ন এলাকার বাসিন্দা।

পুলিশ সুত্রে  জানা গেছে, ধৃতরা তাদের বসতঘরের মেঝে খুঁড়ে চোলাই মদের গোপন মজুদ রেখে সেখান থেকেই ক্রয়-বিক্রয় হতো। পুলিশ খবর পেয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ধৃতরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

অভিযানকালে ৩০ লিটারের নীল রংয়ের কনটেইনার ৪টি, ৮ লিটারের ২টি সাদা কনটেইনার, ৫ লিটারের ২টি বোতলসহ মোট ২৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া মদ তৈরির কাজে ব্যবহৃত ২টি সিলভার পাতিল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৭২ হাজার টাকা।

ঘটনার সাক্ষী ছিলেন স্থানীয় সোহাগ রবিদাস, জীবন চন্দ্র বর্মন এবং কনস্টেবল বুলবুল আহমেদ। এ ঘটনায় গৌরীপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
এঘটনায় পুলিশ বাদী হয়ে গৌরীপুর থানা মামলা দায়ের করে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ, বেল্ট পরীক্ষা ও মোটিভেশন অনুষ্ঠান
রাজবাড়ী দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ, বেল্ট পরীক্ষা ও মোটিভেশন অনুষ্ঠান
চারঘাটের আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন বসবাসের অনুপোযোগী
রাজশাহী চারঘাটের আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন বসবাসের অনুপোযোগী
রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন