• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হানিফ-ইনুসহ পাঁচজনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় অভিযোগ গঠন

নিজস্ব প্রতিবেদক    ২ নভেম্বর ২০২৫, ১২:৫১ পি.এম.
মাহবুব উল আলম হানিফ ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু-ছবি সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের আলাদা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে আজ রোববার (২ নভেম্বর)। বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেবেন।

মাহবুব উল আলম হানিফের মামলায় অন্যান্য আসামিরা হলেন- কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। এরা সবাই পলাতক আছেন। এরই মধ্যে তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে অভিযোগ গঠনের শুনানিতে হাসানুল হক ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী দাবি করেন, জুলাই অভ্যুত্থানকালে প্রাণহানি রোধে ইনু পরামর্শ দিয়েছেন। গত ২৫ সেপ্টেম্বর কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এছাড়া, চানখারপুলে ছয়জন হত্যার ঘটনায় ১৩তম দিনের সাক্ষ্যগ্রহণও আজ অনুষ্ঠিত হবে। এর আগে, এই মামলায় ২০ জন সাক্ষ্য প্রদান করেছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বড় চুরি করে কেউ পার পাবে না : ড. মুশতাক হুসেন
বড় চুরি করে কেউ পার পাবে না : ড. মুশতাক হুসেন
বিমানযাত্রীর পাকস্থলীতে পাওয়া গেছে ৬৩৭৮ ইয়াবা
বিমানযাত্রীর পাকস্থলীতে পাওয়া গেছে ৬৩৭৮ ইয়াবা
নৌকা উপহার পেলেন সড়ক উপদেষ্টা
নৌকা উপহার পেলেন সড়ক উপদেষ্টা