• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভোলায় ২ দলের সংঘর্ষে বিএনপির কার্যক্রম স্থগিত

ভোলা প্রতিনিধি    ২ নভেম্বর ২০২৫, ১১:২৯ এ.এম.
ভোলায় সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী-ছবি: সংগৃহীত

ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে সদর উপজেলা বিএনপির সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিকালে শহরে দুই দলের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। ঘটনার পর সাংগঠনিক পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রীয় বিএনপি এই সিদ্ধান্ত নেয়।

বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে অতর্কিত হামলা চালায় বিজেপির কর্মীরা।

এদিকে শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলা জেলার সদর উপজেলা বিএনপির কমিটির সব কার্যক্রম স্থগিত থাকবে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে ফেলে যুবককে হত্যা!
রাজশাহী পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে ফেলে যুবককে হত্যা!
দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই : ইঞ্জিনিয়ার আশরাফ
দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই : ইঞ্জিনিয়ার আশরাফ
ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ
রাজশাহী ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ