• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ত্বকী হত্যা মামলার তদন্ত ‘শিগগিরই’

নিজস্ব প্রতিবেদক    ১ নভেম্বর ২০২৫, ০৪:২৩ পি.এম.
তানভীর মুহাম্মদ ত্বকী -ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত কার্যক্রম ‘শিগগিরই’ শেষ করতে পারবে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সংস্থাটি বলছে, তদন্তে ইতোমধ্যে “অনেক অগ্রগতি” হয়েছে।

শনিবার (১ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, “এখনও তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং আমাদের অনেক ডেভেলপমেন্টও আছে। আমরা খুব শিগগিরই এটা দেয়ে দেব-এই আশা করছি।”

নরসিংদীর চরাঞ্চল থেকে ১১টি আগ্নেয়াস্ত্রসহ ৮ জনকে গ্রেপ্তারের পর আজকের এ সংবাদ সম্মেলনের আয়োজন করে র‌্যাব-১১।

এর আগে শেখ হাসিনা সরকারের পতনের এক মাসের মধ্যে আলোচিত এই হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করায় ন্যায়বিচারের আশায় নতুন করে আলো জ্বলে ত্বকীর পরিবারে।

তদন্তের অগ্রগতি জানতে চাইলে র‌্যাব-১১ অধিনায়ক বলেন, “অবশ্যই তদন্ত শেষে বিস্তারিতভাবে জানানো হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

অপর এক প্রশ্নে তিনি আরও বলেন, “পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তদন্ত দীর্ঘদিনের, তাই হুট করে শেষ করা সম্ভব নয়। আমরা চাই তদন্তটি সুন্দরভাবে শেষ হোক এবং একটি ভালো ফলাফল আসুক।”

তিনি যোগ করেন, “তদন্ত রিপোর্ট যখন দেওয়া হবে, তখন বিস্তারিত জানানো হবে। তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলা ঠিক হবে না।”

এখানে উল্লেখ্য যে, নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনের অন্যতম সংগঠক শিল্পী রফিউর রাব্বির বড় ছেলে তানভীর মুহাম্মদ ত্বকী ২০১৩ সালের ৬ মার্চ নিখোঁজ হন।

দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করা হলেও গত ১২ বছরেও অভিযোগপত্র দাখিল করা সম্ভব হয়নি।

ত্বকীর পরিবার বরাবরই অভিযোগ করে এসেছে-প্রভাবশালী ওসমান পরিবারের সদস্যরা জড়িত থাকায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় তদন্ত স্থগিত ছিল।

তবে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসায় আবারও ন্যায়বিচারের আশা জেগেছে পরিবারে।

গেল ১৮ সেপ্টেম্বর র‌্যাব অভিযোগপত্র দাখিলে সময় চেয়ে আদালতে আবেদন করলে আদালত দ্রুত রিপোর্ট দাখিলের নির্দেশ দেয় র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার দীপক রঞ্জন মজুমদারকে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চরমপন্থা-রাষ্ট্রবহির্ভূত সশস্ত্র গোষ্ঠী বিশ্বব্যাপী হুমকিস্বরূপ: পররাষ্ট্র উপদেষ্টা
চরমপন্থা-রাষ্ট্রবহির্ভূত সশস্ত্র গোষ্ঠী বিশ্বব্যাপী হুমকিস্বরূপ: পররাষ্ট্র উপদেষ্টা
আজ থেকে শুরু জাটকা শিকারের ৮ মাসের নিষেধাজ্ঞা
আজ থেকে শুরু জাটকা শিকারের ৮ মাসের নিষেধাজ্ঞা
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা