সারিয়াকান্দিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
শনিবার (১ নভেম্বর ) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আতিকুর রহমান। মোঃ মোত্তালিব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সারিয়াকান্দি বণিক সমবায় সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ফুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা, চাঁদের আলো সমবায় সমিতির পরিচালক মহিদুল হাসানসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও সদস্যরা।
অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ সাতটি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে অতিথিরা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করে দেশের সার্বিক উন্নয়নে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ভিওডি বাংলা/ এমএইচ







