রাজবাড়ীতে বৃদ্ধের জমি দখলের অভিযোগ

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের কাচরন্দ গ্রামে আদালতে চলমান মামলা থাকা সত্ত্বেও আলেকজান বিবি নামের এক বৃদ্ধার ৩ শতক জমি জোরপূর্বক দখল করে নেয়া এবং সেখানে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিবেশী শাহিন সরদার ও তার সমর্থকদের বিরুদ্ধে।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, জমির মালিকের পক্ষে লুৎফর রহমান ২০২১ সালের ১৬ নভেম্বর রেকর্ড সংশোধনের জন্য রাজবাড়ী আদালতে মামলা করে, যেটি বর্তমানে গোয়ালন্দ সহকারী জজ আদালতে চলমান রয়েছে। মামলার প্রেক্ষিতে জমিটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশের আবেদন করা হলেও, অভিযোগ অনুযায়ী প্রতিপক্ষ তা উপেক্ষা করে স্থাপনা নির্মাণ শুরু করেছে।
ভুক্তভোগী লুৎফর রহমান অভিযোগ করেন, “ভুলবশত আমার মায়ের (আলেকজান বিবি) ৩ শতক জমি বিএস রেকর্ডে প্রতিবেশী শাহিন সরদার ও তাদের নামে উঠে গেছে। আমরা রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা করেছি। কিন্তু চলতি বছরের এপ্রিলে তারা দেশীয় অস্ত্রশস্ত্রসহ জমিতে ঢুকে বেড়া দিয়ে দখল ঘোষণা করে। আমি ঢাকায় থাকায় বাড়িতে লোক না থাকার সুযোগে তারা অব্যাহতভাবে ঘর তৈরি করছে, আমাদের বাধা দেয়ায় বিভিন্ন হুমকি দিচ্ছে। বিষয়টি নিয়ে থানায় মৌখিকভাবে জানিয়েছি।”
স্থানীয়রা জানান, বরাট বাজার সংলগ্ন সড়ক থেকে পশ্চিম দিকে নদীর তীর পর্যন্ত ১০ ফুটের মতো অংশে ইট-বালু সরানো ও নির্মাণকাজ চলে; নিলটন পাকা ঘরের নির্মাণ কাজও অগ্রসর। জমির মাঝ বরাবর নেট জালের বেড়া টানা দেখা গেছে।
অভিযুক্ত শাহিন সরদার দাবি করেন, “আমরা মামলার জমি নয়, আলাদা অংশে ঘর নির্মাণ করছি। যদি আমাদের নির্মাণকৃত স্থাপনা তাদের দাগে পড়ে তাহলে আমরা ঘরটি ভেঙে সরিয়ে দেব।”
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “জমি সংক্রান্ত বিবাদ আদালতেই নিষ্পত্তি করা উচিত। এ বিষয়ে থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি; মৌখিকভাবে জানালে লিখিতভাবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ভিওডি বাংলা/ এমএইচ







