• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক    ১ নভেম্বর ২০২৫, ০২:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ইসরায়েলের হেফাজতে আটক অবস্থায় নিহত আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে দেশটি। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে মৃতদেহগুলো হস্তান্তর করা হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফেরত দেওয়া অনেক মরদেহে নির্যাতনের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। চিকিৎসা সূত্র জানিয়েছে, আগের ফেরত পাওয়া মরদেহগুলোতেও চোখ বাঁধা, হাতকড়া পরানো, পোড়া ও বিকৃত দেহ দেখা গিয়েছিল। অনেকের শরীর থেকে অঙ্গ বা দাঁত নিখোঁজ ছিল বলে জানা গেছে। বর্তমানে মৃতদেহগুলো শনাক্তের কাজ চলছে।

সর্বশেষ এ হস্তান্তরের পর ইসরায়েলের হেফাজত থেকে মোট ২২৫ জন ফিলিস্তিনি বন্দির দেহাবশেষ ফেরত এসেছে।

এই দেহাবশেষ ফেরত দেওয়া হয়েছে ফিলিস্তিনি বন্দি ও ইসরায়েলি জিম্মি বিনিময় চুক্তির অংশ হিসেবে। চুক্তির আওতায় হামাস ২০ জন জীবিত জিম্মিকে মুক্তি দিয়েছে, আর ইসরায়েল প্রায় ২ হাজার ফিলিস্তিনি রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে।

অন্যদিকে, রেড ক্রস জানিয়েছে, ইসরায়েল জিম্মি হিসেবে থাকা তিনজনের অজ্ঞাত মৃতদেহ ফেরত পেয়েছে। এ নিয়ে হামাস এখন পর্যন্ত ১৭ জন ইসরায়েলি জিম্মির দেহাবশেষ ফেরত দিয়েছে। চুক্তি অনুযায়ী, হামাস মোট ২৮ জন জিম্মির দেহাবশেষ ফেরত দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে, চলমান নড়বড়ে যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে। শুক্রবারের হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, গাজা সিটির শুজাইয়া এলাকায় ইসরায়েলি গুলিতে একজন নিহত ও তার ভাই আহত হন। এছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরে শেলিংয়ে আরও একজন নিহত হন এবং পূর্বের হামলায় আহত এক ফিলিস্তিনির মৃত্যুও হয়েছে।

সূত্র: আল জাজিরা

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তানজানিয়ায় নির্বাচন পরবর্তী আন্দোলনে প্রায় ৭০০ জন নিহত
তানজানিয়ায় নির্বাচন পরবর্তী আন্দোলনে প্রায় ৭০০ জন নিহত
ইসরায়েলকে রক্ষায় ১২০ কোটি ডলারের তথ্য ফাঁস
ইসরায়েলকে রক্ষায় ১২০ কোটি ডলারের তথ্য ফাঁস
এভারেস্টে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
এভারেস্টে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত