• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সৈয়দপুরে ৫৪তম সমবায় দিবস পালিত

নীলফামারী প্রতিনিধি    ১ নভেম্বর ২০২৫, ১২:৫৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় নীলফামারীর সৈয়দপুরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। 

শনিবার ( ১ নভেম্বর )এদিন সকাল ১১টায় পরিষদ চত্বরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় অফিস ও উপজেলা প্রশাসন এ দিবসের আয়োজন করে। উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজার রহমানের সভাপতিত্বে। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহদি ইসলাম। 

এ সময় বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, সমবায় অফিসের সহকারী পরিদর্শক রেজাউল। 

উপজেলার অনন্যা সঞ্চয় সমিতির সাধারণ সম্পাদক ও সমিতির সমবায়ীরা উপস্থিত ছিলেন প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
ইসি সানাউল্লাহ নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
বালুমহালের ইজারার নামে নয়-ছয় সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে
আসিফ মাহমুদ আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে