• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: আব্দুর রহিম

নিজস্ব প্রতিবেদক    ৩১ অক্টোবর ২০২৫, ১০:৫৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

দেশের রাজনীতির আকাশে দুর্যোগের মেঘ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন জাতীয়তাবাদী মৎসজীবি দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম। 

তিনি বলেন, আমরা কোন ষড়যন্ত্র আমাদের সামনে দাঁড়াতে দেবো না। মৎস্যজীবী দল ষড়যন্ত্র মোকাবিলা করে এ পর্যন্ত দাঁড়িয়েছে। আগামীতেও আমরা ষড়যন্ত্র প্রতিহত করবো।

শুক্রবার ( ৩১ অক্টোবর)  নিমতলী,  সুলতানগঞ্জ পানির পাম্প, হাজারীবাগে জাতীয়তাবাদী মৎসজীবী দল হাজারিবাগ থানার আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

তিনি বলেন, তারেক রহমান সবাইকে নিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন “আমরা আছি, আমরা থাকব। ১৮ কোটি মানুষ- তেরো কোটি ভোটার-যেই নেতৃত্ব হাসিনাকে প্রতিহত করেছে, সেই নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকব।

আব্দুর রহিম বলেন, আমরা একটি সুন্দর প্রশাসনিক রাষ্ট্র গঠন করতে আন্দোলন করেছি। ভবিষ্যতে যদি এ ধরনের ষড়যন্ত্র ফিরে আসে, সেসবের দাঁত আমরা ভেঙে ফেলব।
আপনারা সংগঠিত হোন। ধানের শীষই বিজয়ের প্রতীক-বিজয়ের মালা পরানোর জন্য আমরা ঐক্যবদ্ধ; কোনো অনৈক্য থাকবে না। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। যে ধানের শীষের নেতৃত্ব দেবে, তার পাশে থাকব।

আলোচনা উপস্থিত ছিলেন ওমর ফারুক পাটোয়ারী, কাজী কামাল উদ্দিন  আহমেদ, হাজী কেএম সোহেল রানা, মোহাম্মদ রনি আখতার, মাহফুজ কবির মুক্তা, ইয়াসিন মোল্লা, রুবেল হোসেন প্রমুখ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে শামসুল
খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে শামসুল
তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির কমিটি
তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির কমিটি
স্বাধীনতার ৫৪ বছরে এসেও গণতন্ত্র খুঁজে ফিরি: মঈন খান
স্বাধীনতার ৫৪ বছরে এসেও গণতন্ত্র খুঁজে ফিরি: মঈন খান