• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ছাত্রীদের নিয়ে ইবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ইবি প্রতিনিধি    ৩১ অক্টোবর ২০২৫, ০৬:২৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীকে শাসানো এবং নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে এক শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্যের একটি অডিও ভাইরাল হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আব্দুল্লাহ বিন আসাদ’ নামে একটি আইডি থেকে ৪ মিনিট ৭ সেকেন্ডের অডিওটি পোস্ট করা হয়। পরে মুহূর্তেই ভাইরাল হয় অডিওটি।

অভিযুক্ত শিক্ষক— অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝি আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি। ভাইরাল হওয়া অডিওটিতে ওই শিক্ষককে উচ্চস্বরে শিক্ষার্থীদের ধমক দিতে শোনা যায়। এর প্রতিবাদে বুধবার (২৯ অক্টোবর) ৭২ ঘণ্টার মধ্যে আইনী ব্যবস্থা নিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। তবে সংবাদ সম্মেলন করে নিঃশর্ত ক্ষমা ও দুঃখ প্রকাশ করেছে অভিযুক্ত শিক্ষক। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘একজন নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অধিকার কারও নেই। তিনি যেমন নারী শিক্ষার্থীদের হেয় করছেন তেমনি শ্বাসরোধে হত্যা করা সাজিদ আব্দুল্লাহকেও চরমভাবে হেয় প্রতিপন্ন করেছেন।’

আন্দোলনকারীরা উপাচার্য বরাবর ৫ দফা লিখিত দাবি জানান। এর মধ্যে সাজিদ হত্যাকারীদের অতিদ্রুত গ্রেফতার, নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে কটূক্তিকারী শিক্ষককে বহিষ্কার, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেয়া, ক্যাম্পাসে শিক্ষার্থীদের মতপ্রকাশের অধিকার, আন্দোলনকারীদের নিরাপত্তা ও একাডেমিক ফলাফলের উপর বিরূপ প্রভাব যেন না পড়ে নিশ্চয়তা প্রদান করা।

এর আগে এক সংবাদ সম্মেলনে অভিযুক্ত শিক্ষক অধ্যাপক মিঝি ঘটনাটি একান্ত ব্যক্তি পর্যায়ের দাবি করে 'স্লিপ অব টাং' এবং মানবিক দুর্বলতা প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘ভুক্তভোগীদের লিখিত অভিযোগপত্র দেয়ার জন্য বলা হয়েছে। ইতোমধ্যে সাজিদের বিষয়ে সিআইডিকে যেকোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পূর্ণ-স্বাধীনতা দেয়া হয়েছে। যদি মানহানিকর মন্তব্য করে থাকে তবে তা শিক্ষকদের জন্য অনুচিত। শুনেছি ইতোমধ্যেই সংশ্লিষ্ট শিক্ষক দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমিও দুঃখ প্রকাশ করছি।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্য,  রাবি অধ্যাপকের শাস্তির দাবি
হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্য,  রাবি অধ্যাপকের শাস্তির দাবি
হিজাব মন্তব্যে বিতর্ক: রাবি অধ্যাপক ক্ষমা চাইলেন
হিজাব মন্তব্যে বিতর্ক: রাবি অধ্যাপক ক্ষমা চাইলেন
শিক্ষকের ‘বিতর্কিত’ মন্তব্যে রাবিতে মধ্যরাতের বিক্ষোভ
শিক্ষকের ‘বিতর্কিত’ মন্তব্যে রাবিতে মধ্যরাতের বিক্ষোভ