• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই : প্রেস সচিব

নোয়াখালী প্রতিনিধি    ৩১ অক্টোবর ২০২৫, ০৪:২২ পি.এম.
নোয়াখালীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট ইস্যুতে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। তবে সিদ্ধান্ত যাই হোক না কেন, ১৫ ফেব্রুয়ারির আগে নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে কোনও শক্তিই তা পেছাতে পারবে না।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’ আয়োজিত এক অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিচ্ছে। আমরা এসবকে হুমকি হিসেবে দেখছি না। যেটা দেশের জন্য সবচেয়ে ভালো, সেটাই প্রধান উপদেষ্টা করবেন।’

তিনি আরও বলেন, ‌‘আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন ঘোষণা করবেন।’

২৪-এর গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকার প্রশংসা করে শফিকুল আলম বলেন, ‘স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানে পুরুষদের পাশাপাশি নারীরাও সমানভাবে রাজপথে ছিল। এখন আর নারীরা পিছিয়ে নেই—সব ক্ষেত্রেই তারা নেতৃত্ব দিচ্ছে।’

উল্লেখ্য, তরুণদের জ্ঞান ও মেধার বিকাশে উৎসাহিত করতে নোবিপ্রবিতে ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫’ আয়োজন করে জুলাই কন্যা ফাউন্ডেশন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমি।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত প্রশাসক ইসমাঈল হোসেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
বিএমএ ‘হল অব ফেইম’-এ নৌ ও বিমান বাহিনী প্রধানের নাম অন্তর্ভুক্ত
বিএমএ ‘হল অব ফেইম’-এ নৌ ও বিমান বাহিনী প্রধানের নাম অন্তর্ভুক্ত
৩ মাসে ১০ লক্ষাধিক করদাতার ই-রিটার্ন দাখিল
৩ মাসে ১০ লক্ষাধিক করদাতার ই-রিটার্ন দাখিল