প্রতারণাকে ‘না’ বলছি: রুমিন ফারহানা

 
                                            
                                    
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা অভিযোগ করেছেন, ২৭০ কার্যদিবস আলোচনার পরও দলগুলোর ভিন্নমত বা ডিসেন্টিং পয়েন্ট স্পষ্ট না করে একটি আদেশ জারির পরিকল্পনা করা হচ্ছে-যা জাতির সঙ্গে ‘প্রতারণা’।
একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, ‘ভোটে যে সাংবিধানিক প্রশ্নটি থাকবে, সেখানে ভিন্নমতের বিষয়টি পুরোপুরি উড়িয়ে দিয়ে সনদ ঘোষণা করা হচ্ছে।’
তিনি আরও জানান, বিএনপি শুরু থেকেই চেয়েছিল জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হোক, কিন্তু সে প্রস্তাবে কোনো সাড়া দেওয়া হয়নি।
গণভোট জাতীয় নির্বাচনের আগে হলে বিএনপি কী করবে- এমন প্রশ্নের জবাবে রুমিন বলেন, ‘যদি সরকার নির্বাচন নির্ধারিত হওয়ার আগে গণভোটের সিদ্ধান্ত নেয়, তাহলে বিএনপি সময় ও পরিস্থিতি অনুযায়ী দলীয়ভাবে সিদ্ধান্ত নেবে।’
তিনি সতর্ক করে দেন, ‘ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচন যদি পিছিয়ে যায় বা দ্রুত নির্বাচনের পথে না যায়, তাহলে দেশের গণতান্ত্রিক শক্তি ভেঙে পড়বে।’
দেশের জনগণের চিন্তাভাবনা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘বাংলাদেশের মানুষ উচ্চকক্ষ, নিম্নকক্ষ বা গণভোট নিয়ে ভাবে না। তাদের মূল উদ্বেগ- তারা সস্তায় পণ্য কিনতে পারছে কি না, খাবার জোগাড় হচ্ছে কি না, চিকিৎসা ও ওষুধ সুলভে পাচ্ছে কি না, সন্তানদের পড়াশোনা শেষে চাকরি হচ্ছে কি না, কিংবা বিদেশে গিয়ে আয় করে পরিবার চালাতে পারছে কি না।’
তিনি মনে করেন, যেহেতু গণভোট মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি যুক্ত নয়, তাই এমন গণভোট হলে ‘না’ ভোটের জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল।
ভিওডি বাংলা/জা
 
                             
                         
                 
                





