• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির আগে থেকে বয়কট করা উচিত ছিল : আব্দুল্লাহ তাহের

নিজস্ব প্রতিবেদক    ৩১ অক্টোবর ২০২৫, ০২:২৬ পি.এম.
ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লায় ভোট কেন্দ্র পরিচালকদের সম্মেলনে বিএনপির আচরণকে দায়িত্বহীনতা উল্লেখ করেন-ছবি সংগৃহীত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি যদি নির্বাচন কমিশনের সংস্কার গ্রহণ না করে, তাহলে তাদের উচিত ছিল শুরু থেকেই এই কমিশন বয়কট করার। তিনি বলেন, “এতগুলো সভায় উপস্থিত থেকে হঠাৎ বয়কটের ঘোষণা করা দায়িত্বহীনতার পরিচয়।”

শুক্রবার (৩১ অক্টোবর) কুমিল্লা সেন্ট্রাল হসপিটালের অডিটোরিয়ামে ভোট কেন্দ্র পরিচালকদের সম্মেলনের পর সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি সংস্কার প্রস্তাব না মানলে তারা নতুন রাজনৈতিক সংকট ও জনগণের মধ্যে সংশয় তৈরি করছে।

ডা. তাহের আরও বলেন, নির্বাচন না হলে বিদেশে থাকা ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে এবং বিএনপি পূর্বের সংস্কারবিহীন পরিস্থিতিতে ফিরে যেতে চায়। তিনি সরকারের প্রতি সতর্ক করে বলেন, সরকার যদি নিরপেক্ষতা হারায় এবং কোনো দলের প্রতি আনুগত্য দেখায়, তাহলে সুষ্ঠু নির্বাচনের আশঙ্কা তৈরি হবে।

তিনি বিএনপিকে সরকারের ওপর চাপ সৃষ্টি করার অভিযোগও করেন। তিনি বলেন, আরপিওতে নির্ধারিত হয়েছে যে কোনো দল এককভাবে বা জোট হিসেবে নির্বাচন করলে নিজস্ব দলীয় মার্কায় ভোট করানো হবে। “হঠাৎ বিএনপি এসে এটিকে মানছে না এবং সরকারকে চাপ দিচ্ছে। এভাবে তারা আরপিও মানে না।”

সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি ক্ষমতায় এলে প্রযুক্তি খাতে ৭ গুরুত্বপূর্ণ উদ্যোগ নেবে
এ কে এম ওয়াহিদুজ্জামান: বিএনপি ক্ষমতায় এলে প্রযুক্তি খাতে ৭ গুরুত্বপূর্ণ উদ্যোগ নেবে
গ্যাস সমস্যা ও মন্দির নির্মাণে দ্রুত উদ্যোগ নেব: ইশরাক
গ্যাস সমস্যা ও মন্দির নির্মাণে দ্রুত উদ্যোগ নেব: ইশরাক
ভোটের ফল দিতে দেরি হলে তা মেনে নেওয়া হবে না
মির্জা আব্বাস: ভোটের ফল দিতে দেরি হলে তা মেনে নেওয়া হবে না