• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু অসহায় দুই শিশু

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ৩০ অক্টোবর ২০২৫, ০৭:১৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

৫ বছর আগে বাবা মারা যান আর ২২ দিন আগে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা মারা যান দুই শিশু সন্তান মরিয়ম (১০) ও ইসমাইল (৬) এর,মা বাবা হারিয়ে তারা এখন এতিম হয়ে আছেন। সেই থেকে তাদের জীবন যেন অন্ধকারে ডুবে যায়। পরিবারের দুই শিশু সন্তান মরিয়ম ও ইসমাইল এখন এতিম কোথাও নেই মায়ের মমতা, নেই বাবার স্নেহভরা ছায়া।

তবুও ভাগ্য একবারের জন্য হলেও তাদের দিকে একটু হাসলো। স্থানীয় প্রশাসন ও কয়েক জন মানবিক ব্যক্তি মিলে মরিয়মদের কে দিলেন এক অনন্য উপহার—একটি গরু এবং নগদ আড়াই লক্ষ টাকার সহায়তা। এছাড়া প্রতি মাসে মরিয়মরা পাবে ৬,০০০ টাকা করে ভাতা, যেন তাদের লেখাপড়া ও জীবনের ন্যূনতম প্রয়োজন মেটানো যায়।

যে মেয়ে ও ছেলে টি এত অল্প বয়সে সবকিছু হারিয়েছে, তাদের মুখে আজ একটু হাসির ঝিলিক। নিজেদের গরুটির দিকে তাকিয়ে তারা বলেছে, “এখন আমরা দুধ বিক্রি করব ও পড়াশোনা চালিয়ে যাব।”

তাদের চোখে ঝরে পড়া অশ্রু যেন এবার আশার আলোয় মিশে যাচ্ছে।

মানবতার এই উদ্যোগ দেখিয়ে দিয়েছে—সমাজ যে এখনো বেঁচে আছে, এখনো ভালো মানুষ পৃথিবীতে আছে যারা যে কোন শিশুর জীবনে নতুন সূর্য এনে দিতে পারে, তাদের শত কোটি ছালাম জানাই এই সমাজের হাজার এতিম মানুষ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
ইসি সানাউল্লাহ নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
বালুমহালের ইজারার নামে নয়-ছয় সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে
আসিফ মাহমুদ আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে