• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাই সনদ নিয়ে যতই অনৈক্য থাক

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: আসিফ নজরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৩০ অক্টোবর ২০২৫, ০৬:১৬ পি.এম.
আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি-সংগৃহীত

‘জুলাই সনদ’ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যত বিরোধই থাকুক না কেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সমসাময়িক বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক দলগুলোর বর্তমান অবস্থান নিয়ে গভীর হতাশা প্রকাশ করে আইন উপদেষ্টা বলেন, ‘এত আলোচনার পরও রাজনৈতিক দলগুলো যেভাবে অনৈক্য দেখাচ্ছে, এটা হতাশাজনক। জুলাই স্পিরিটকে ওনারা কোথায় নিয়ে গেছেন, সেটা তাদের বিবেচনা করা উচিত।’

তিনি বলেন, দলগুলো যখন সরকারকে আলটিমেটাম দেয়, তখন এটা বোঝায় যে তারা তাদের দলীয় এজেন্ডা সরকারকে দিয়ে বাস্তবায়ন করাতে চাইছে।

তিনি মনে করেন, ‘জুলাই শক্তি ঐক্যবদ্ধ থাকলে এত সংকট তৈরি হতো না, মানুষ বোকা নন, তারা এগুলো বিচার করবেন।’

নির্বাচনকালীন সরকারের দায়িত্ব প্রসঙ্গে ড. আসিফ নজরুল বলেন, ‘নির্বাচিত সরকারের কোনো দায়িত্ব থাকবে না, সব আমরাই করব–এটা ঠিক নয়। আমরা পারলে সব সংস্কার বাস্তবায়ন করে যাব।’

তবে তিনি নিশ্চিত করেন, ‘যে যাই বলুক, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন করব, আমরা বদ্ধপরিকর।’
 
‘জুলাই সনদ’ বাস্তবায়নের সময়সীমা নিয়েও তিনি কথা বলেন। সনদে উল্লিখিত ২৭৮ দিনের মধ্যে স্বয়ংক্রিয় বাস্তবায়ন আদৌ সম্ভব কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি জানান, আজকের উপদেষ্টা পরিষদে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে এবং দ্রুত এ নিয়ে সিদ্ধান্ত আসবে।

আইন উপদেষ্টা আরও উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদ কীভাবে বাস্তবায়ন হবে, কিংবা গণভোট কবে হবে–সে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। এবং সেই সিদ্ধান্তে সরকার অটল থাকবে।

তিনি আশা করেন, অতি দ্রুত প্রধান উপদেষ্টা সেই সিদ্ধান্ত দেবেন।

সংবাদ সম্মেলনে ড. আসিফ নজরুল সরকারের নেয়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপের ঘোষণা দেন:

১. চেয়ারম্যান ও চারজন সার্বক্ষণিক সদস্য দ্বারা কমিশন গঠিত হবে। কমিশনকে সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের তদন্তের ক্ষমতা দেয়া হয়েছে এবং কমিশনের আদেশ প্রতিপালন বাধ্যতামূলক করা হয়েছে।

২. এখন থেকে ইমোশনাল টাচে থাকা যে কেউ, যে কাউকে অঙ্গপ্রত্যঙ্গ দান করতে পারবে। এই সিদ্ধান্তের মাধ্যমে অঙ্গদানের প্রক্রিয়াকে আরও মানবিক করা হলো।

৩. জুলাই স্মৃতি জাদুঘর আইন পাস হয়েছে। এটি হবে আলাদা স্বতন্ত্র জাদুঘর এবং ছড়িয়ে-ছিটিয়ে থাকা আয়নাঘরগুলো হবে এর অধীন শাখা জাদুঘর।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ কেন, জানাল ইসি
প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ কেন, জানাল ইসি
নির্বাচনী উৎসবে দেশঃ নজর ভোটার আস্থায়
নির্বাচনী উৎসবে দেশঃ নজর ভোটার আস্থায়
চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে সেনাপ্রধানের আহ্বান
চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে সেনাপ্রধানের আহ্বান