আশুলিয়ায়
লাশ পোড়ানোর মামলায় পরবর্তী শুনানি ৫ নভেম্বর

জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোসহ সাত জনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত তরুণ সানি মৃধা সোহান। এই মামলায় পরবর্তী শুনানি ৫ নভেম্বর।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে ২১তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সোহান।
তিনি জানান, সে ৫ আগস্ট বিকেলে আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়। তখন শহীদ সজলকেও গুলিবিদ্ধ অবস্থায় দেখে। পরে এই শহীদ সজলের মরদেহ পুড়িয়ে দিয়েছিলো পুলিশ। সোহান গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে ১৭ মাস চিকিৎসাধীন ছিলেন।
এই সাক্ষী শেখ হাসিনাসহ এই হত্যাকাণ্ড ও মরদেহ পোড়ানোর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন।
বৃহস্পতিবার এই মামলায় গ্রেপ্তার ৮ পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আশুলিয়া থানার সাবেক এসআই শেখ আবজালুল হক ট্রাইব্যুনালে দোষও স্বীকার করেছেন। তবে এমপি সাইফুলসহ ৮ আসামি পলাতক আছেন।
এদিকে চট্টগ্রামে জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলায় সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল।
ভিওডি বাংলা/ এমএইচপি






