সঞ্চালনা করেই শতকোটি আয় সালমানের!

জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম সিজন শুরু হয়েছে। শোয়ের মূল আকর্ষণ সালমান খান, যিনি প্রতি বছরের মতো এবারও সঞ্চালনায় ফিরেছেন। শোনা যাচ্ছে, তিনি ১০০ কোটির বেশি পারিশ্রমিক পান। প্রযোজক ঋষি নেগি বলেন, “সালমানের পারিশ্রমিক নিয়ে আমি মন্তব্য করব না। এটি সালমান ও জিও হটস্টারের মধ্যে চুক্তির বিষয়। তবে যা তিনি পান, তা পুরোপুরি যোগ্যতার।”
এই গুঞ্জনের মধ্যেই এবার মুখ খুলেছেন ‘বিগ বস’-এর প্রযোজক ঋষি নেগি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সালমানের পারিশ্রমিক নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এটি সালমান ও জিও হটস্টারের মধ্যে একটি চুক্তির বিষয়। তবে আমি বলতে পারি, ‘সালমান যে পারিশ্রমিক পান, তা পাওয়ার যোগ্যতাও তার রয়েছে।’
প্রযোজক সরাসরি অঙ্কটি উল্লেখ না করলেও তার বক্তব্য থেকেই পরিষ্কার- সালমান খানের পারিশ্রমিক নিয়ে যে বিশাল অঙ্কের কথা শোনা যাচ্ছে, তা পুরোপুরি মিথ্যাও নয়।
এক দশকেরও বেশি সময় ধরে ‘বিগ বস’-এর সঞ্চালক হিসেবে আছেন সালমান খান। শোয়ের জনপ্রিয়তার বড় অংশই তার উপস্থিতিকে ঘিরে তৈরি হয়েছে। নতুন সিজন শুরুর আগেই দর্শকদের মনে প্রশ্ন জাগে, এবারও কি সঞ্চালনায় থাকবেন সালমান! শেষ পর্যন্ত আগের মতোই তিনি ফিরেছেন স্বমহিমায়। বর্তমানে তিনি ‘ব্যাটল অফ গালওয়ান’ সিনেমার শুটিং নিয়েও ব্যস্ত।
ভিওডি বাংলা/জা







