• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সালমান শাহ হত্যা মামলা:

সামিরার মা-সহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিনোদন ডেস্ক    ৩০ অক্টোবর ২০২৫, ০৫:১৯ পি.এম.
সালমান শাহ-স্ত্রী সামিরা হক-লতিফা হক লিউ ওরফে লুসি-ছবি সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় গত ২১ অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় তিন নম্বর আসামি করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হকের মা লতিফা হক লিউ ওরফে লুসি (৭১)। সম্প্রতি ঢাকার একটি আদালত এই মামলায় তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন।

রমনা থানা পুলিশ ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে এ বিষয়টি জানিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৮ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই আদেশ দেন। এর আগে ২৭ অক্টোবর সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এ আদেশের মাধ্যমে মামলার তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা কার্যকর হলো। 

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় সালমান শাহর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। দীর্ঘ তদন্ত প্রক্রিয়া শেষে এই বছর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। ২১ অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় মামলা দায়ের করেন। মামলায় সামিরাসহ ১১ জনকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযুক্তরা হলেন- শিল্পপতি ও প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ। এছাড়া অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।

বাদীপক্ষের অভিযোগ অনুযায়ী, ১৯৯৬ সালের রাতে সালমান শাহর শয়নকক্ষে তার গলায় দড়ির দাগ এবং দেহে নীলচে দাগ লক্ষ্য করা যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক নিশ্চিত করেন, তিনি অনেক আগেই মারা গেছেন। অভিযোগে বলা হয়েছে, পূর্বপরিকল্পিতভাবে আসামিরা পরস্পরের সঙ্গে যোগসাজশে তাকে হত্যা করেছেন।

সালমান শাহ ১৯৭০ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ছোটপর্দা ও চলচ্চিত্রে তার কাজের মধ্যে উল্লেখযোগ্য- ‘আকাশ ছোঁয়া’, ‘দোয়েল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’, ‘স্বপ্নের পৃথিবী’ ও শেষ সিনেমা ‘বুকের ভেতর আগুন’।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম প্রেমিকের ত্যাগেই মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন সুস্মিতা
প্রথম প্রেমিকের ত্যাগেই মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন সুস্মিতা
মেহজাবীন-নিশোর নতুন সিনেমা ‘দম’
মেহজাবীন-নিশোর নতুন সিনেমা ‘দম’
ইন্ডাস্ট্রিতে এখনো অনেক কিছু দেওয়ার আছে-তামান্না ভাটিয়া
ইন্ডাস্ট্রিতে এখনো অনেক কিছু দেওয়ার আছে-তামান্না ভাটিয়া