• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘দম’-এর মহরতে জমকালো আড্ডা

বিনোদন ডেস্ক    ৩০ অক্টোবর ২০২৫, ০৫:১০ পি.এম.
গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হলো নতুন সিনেমা ‘দম’-এর মহরত-ছবি সংগৃহীত

গুলশান শুটিং ক্লাবে বহু প্রতীক্ষিত সিনেমা ‘দম’-এর মহরত অনুষ্ঠিত হয়েছে। সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধলেন আফরান নিশো ও পূজা চেরি। পরিচালনা করছেন রেদওয়ান রনি। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে থাকছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি। মহরতে আফরান নিশোর বিপরীতে পূজা চেরির নাম ঘোষণার পর দর্শকের আগ্রহ তুঙ্গে। নতুন জুটির রসায়ন দেখতে দর্শকরা অপেক্ষা করবেন আগামী বছর রোজার ঈদ পর্যন্ত।

মহরত অনুষ্ঠানে সিনেমার ঘোষণার পাশাপাশি তারকাদের প্রাণবন্ত আড্ডা ছিল নজরকাড়া। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন, যা ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় চঞ্চল চৌধুরী, রাফিয়াত রশিদ মিথিলা এবং সংগীতশিল্পী পারশা মাহজাবীন গান পরিবেশন করছেন।

‘দম’-এর কাহিনি সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি ‘সারভাইভাল’ গল্প। দুই বছর আগে প্রকাশিত একটি পোস্টারে দেখা গিয়েছিল পাহাড়বেষ্টিত মরুভূমিতে একটি গাধার সামনে হাঁটু গেড়ে বসা চোখ বাঁধা একটি ছেলে। ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সংগ্রামের গল্প এই সিনেমায় জীবন্ত হয়ে উঠবে।

প্রাথমিকভাবে শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব ও জর্ডানের কথা থাকলেও, বর্তমানে নির্মাতারা কাজাখস্তানে শুটিং করার পরিকল্পনা করছেন। শিগগিরই শুরু হবে শুটিং। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর রোজার ঈদে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম প্রেমিকের ত্যাগেই মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন সুস্মিতা
প্রথম প্রেমিকের ত্যাগেই মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন সুস্মিতা
মেহজাবীন-নিশোর নতুন সিনেমা ‘দম’
মেহজাবীন-নিশোর নতুন সিনেমা ‘দম’
ইন্ডাস্ট্রিতে এখনো অনেক কিছু দেওয়ার আছে-তামান্না ভাটিয়া
ইন্ডাস্ট্রিতে এখনো অনেক কিছু দেওয়ার আছে-তামান্না ভাটিয়া