• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশ পুলিশের ৪ কর্মকর্তার পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক    ৩০ অক্টোবর ২০২৫, ০৪:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের চার কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক হিসেবে নিযুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মো. শাহরিয়ার,  এসবির পুলিশ সুপার ড. মোহাম্মদ আবদুল কাদের, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ তালুকদার ও পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) মো. জান্নাতুল হাসান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উক্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র প্রেরণ করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ কেন, জানাল ইসি
প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ কেন, জানাল ইসি
নির্বাচনী উৎসবে দেশঃ নজর ভোটার আস্থায়
নির্বাচনী উৎসবে দেশঃ নজর ভোটার আস্থায়
ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: আসিফ নজরুল
ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: আসিফ নজরুল