• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৪ নভেম্বরের মধ্যেই বইমেলার সময় নিয়ে স্পষ্ট ঘোষণা দিতে হবে

নিজস্ব প্রতিবেদক    ৩০ অক্টোবর ২০২৫, ০৩:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও কবি মোহন রায়হান বলেছেন, আগামী ৪ নভেম্বর পর্যন্ত আমরা সরকারকে আল্টিমেটাম দিচ্ছি। আপনারা স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে, যে বইমেলা কয় তারিখ থেকে আমরা শুরু করব? আমরা এক তারিখ থেকেই করতে চাই, সেই ঘোষণা চাই। না হলে আমাদের ফেরাতে পারবেন না। আমাদের লাশের ওপর দিয়ে অমর ২১-এ গ্রন্থমেলা বন্ধ করতে হবে! 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে একুশে বইমেলা সংগ্রাম পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

মোহন রায়হান বলেন, আমরা অমর ২১-এর বইমেলা ফেব্রুয়ারিতেই উদযাপন করব! তার বাইরে আমরা যাব না। আমরা যেকোনো মূল্যে, যেকোনোভাবে সেটা করব। 

তিনি বলেন, ‘আলবেয়ার কামো বলেছিলেন: ‘বই মানুষের এমন এক বন্ধু যে কখনো প্রতারণা করে না।’ কিন্তু দুঃখের সঙ্গে আজকে উচ্চারণ করছি যে, এই বর্তমান সরকারের প্ররোচনায় বই এবার আমাদের সঙ্গে প্রতারণা করতে যাচ্ছে। কিভাবে? এই সরকার ঘোষণা দিয়েছে, অনির্দিষ্ট কালের জন্য অমর ২১-এর গ্রন্থমেলা স্থগিত!’

কবি মোহন রায়হান বলেন, সরকার বলেছে যে নির্বাচনের কারণে তারা বইমেলার নিরাপত্তা দিতে পারবে না।  নির্বাচনের সময়, রোজার মধ্যে বইমেলা হয়েছে। সেই সমস্ত সরকার যদি বইমেলার নিরাপত্তা দিয়ে থাকে, এই সরকার কেন পারবে না? এদেশের জনগণকে কোনো সরকার নিরাপত্তা দেয় না। জনগণের নিরাপত্তা জনগণ নিজেরা নিজেদেরকে দেয়। বরং জনগণ সরকারকে নিরাপত্তা দেয়! 

নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের জন্য বইমেলায় একটা সুবর্ণ সুযোগ তৈরি হবে মন্তব্য করে তিনি বলেন, বইমেলায় তারা এসে তাদের প্রচারণা চালাতে পারবে, তারা তাদের লিফলেট দিতে পারবে, জনগণের সঙ্গে সাক্ষাত করতে পারবে, হ্যান্ডশেক করতে পারবে, ভোট চাইতে পারবে। আমরা লেখক, পাঠক, প্রকাশকদের পক্ষ থেকে, বাংলা একাডেমির পক্ষ থেকে, আমরা তো সেই সুযোগটা তৈরি করে দেব! তাহলে আপনাদের নিরাপত্তার ভয় কোথায়? কিসের নিরাপত্তার ভয়? কার ভয়? কেন আমরা ভয় পাবো?

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আয়োজক সংগঠনের কার্যকরী সদস্য খন্দকার শাহ আলম বলেন, আমরা আমরা প্রত্যাশা করি, অমর একুশে বইমেলা ২০২৬ স্থগিত করার সিদ্ধান্ত প্রত্যাহার ও যথাসময়ে তা আয়োজনের ব্যবস্থা করে সরকার শুভবুদ্ধি ও সুবিবেচনার পরিচয় দিবেন, লেখক পাঠক প্রকাশক সর্বোপরি জনগণের প্রত্যাশা পূরণে মনোযোগী হবেন এবং মহান একুশের সংগ্রামী, গৌরবময় ঐতিহ্য ও চেতনা সমুন্নত রাখতে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক মণ্ডলীর অন্যতম সদস্য ও মেলা উদযাপন কমিটির আহ্বায়ক আবুল বাশার ফিরোজ শেখের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহসভাপতি কবি কামরুজ্জামান, এবং একুশে বইমেলা সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ কেন, জানাল ইসি
প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ কেন, জানাল ইসি
নির্বাচনী উৎসবে দেশঃ নজর ভোটার আস্থায়
নির্বাচনী উৎসবে দেশঃ নজর ভোটার আস্থায়
ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: আসিফ নজরুল
ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: আসিফ নজরুল