• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উত্তরায় ট্রাফিক সার্জেন্টকে হুমকি:

‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি’

নিজস্ব প্রতিবেদক    ৩০ অক্টোবর ২০২৫, ১০:৪৬ এ.এম.
সাদিকুর রহমান-আব্দুর রহিম-ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরায় হেলমেট না পরায় মোটরসাইকেলকে সিগন্যাল দেওয়ায় এক ট্রাফিক সার্জেন্টকে হুমকি দিয়েছেন দুই যুবক। তারা সার্জেন্টকে উদ্দেশ করে বলেন, ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি, এখন দেখছি আবার আপনাদের মেরে ঝুলিয়ে রাখতে হবে।’

বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে ভ্রাম্যমাণ আদালত জেল ও জরিমানা করেন। সাজাপ্রাপ্তরা হলেন-রাজধানীর তুরাগের বাউনিয়া এলাকার মো. মফিজুল্লাহর ছেলে সাদিকুর রহমান এবং মফিজুর রহমানের ছেলে আব্দুর রহিম।

ডিএমপির ট্রাফিক পুলিশের উত্তরা পূর্ব জোনের সহকারী কমিশনার (এসি) মো. মাহবুবুর রহমান জানান, সকালে সার্জেন্ট আলী যানজট নিরসনের দায়িত্বে ছিলেন। হেলমেট না পরায় মোটরসাইকেলটিকে সিগন্যাল ও মামলা দাখিল করলে চালক ও আরোহী গালাগাল ও হুমকি দেন।

বিষয়টি জানানো হলে উত্তরা পশ্চিম থানা-পুলিশের টহল টিম তাদের আটক করে। পরে ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত চালক সাদিকুর রহমানকে এক মাসের জেল এবং আরোহী আব্দুর রহিমকে ৫০০ টাকা জরিমানা করেন।

ভিওডি বাংলা/জা  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৮১২ জন
বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৮১২ জন
বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৭২৬
বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৭২৬
বিদেশি পিস্তল ও মাদকসহ গ্রেপ্তার  ৪
বিদেশি পিস্তল ও মাদকসহ গ্রেপ্তার ৪