• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চট্টগ্রামে গুলিসহ যুবলীগ কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি    ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৯ এ.এম.
চট্টগ্রামের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ কর্মী নুরুল মোস্তফা টিপুকে গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ-ছবি ভিওডি বাংলা

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে গুলিসহ নুরুল মোস্তফা টিপু (৫০) নামে যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে সরকারি কমার্স কলেজ এলাকার একটি ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের হওয়া একাধিক মামলায় টিপুর নাম রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কমার্স কলেজ সংলগ্ন একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থানরত টিপুকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে শর্টগান, নাইন এমএম পিস্তলের গুলি ও অন্যান্য আগ্নেয়াস্ত্রের গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, টিপুর বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতিতে টইটম্বুর কিশোরগঞ্জ পরিবার পরিকল্পনা দপ্তর
দুর্নীতিতে টইটম্বুর কিশোরগঞ্জ পরিবার পরিকল্পনা দপ্তর
নাগরপুরে ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
নাগরপুরে ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
চালকের বুদ্ধিমত্তায় প্রাণ ও সিএনজি দুটোই রক্ষা পেল
চালকের বুদ্ধিমত্তায় প্রাণ ও সিএনজি দুটোই রক্ষা পেল