• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

২৪ ঘণ্টায় ভরিপ্রতি কমলো সাড়ে ১০ হাজার টাকা!

ভিওডি বাংলা ডেস্ক    ২৮ অক্টোবর ২০২৫, ১০:২২ পি.এম.
জুয়েলারি। সংগৃহীত ছবি

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে সাড়ে ১০ হাজার টাকারও বেশি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এবং স্থানীয় পর্যায়ে তেজাবি (পাকা) স্বর্ণের দামের পতনের কারণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আগামী বুধবার (২৯ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেট মানের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১০ হাজার ৪৭৪ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায়।

বাজুসের ব্যাখ্যায় বলা হয়, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন, দেশীয় বাজারে চাহিদা হ্রাস এবং বিনিয়োগের ধারা পরিবর্তনের প্রভাবে টানা দুই দিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় ধরনের সমন্বয় আনা হয়েছে।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ ও পাকিস্তানের নবম জেইসি বৈঠক শুরু
বাংলাদেশ ও পাকিস্তানের নবম জেইসি বৈঠক শুরু
টার্মিনালের মালিকানা বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার পরিকল্পনা নেই: বন্দর কর্তৃপক্ষ
টার্মিনালের মালিকানা বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার পরিকল্পনা নেই: বন্দর কর্তৃপক্ষ
ব্রয়লারের কেজি ১৭০, পাঙাশ ১৮০
ব্রয়লারের কেজি ১৭০, পাঙাশ ১৮০