• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঘাট মানুষের সম্পদ, দখল হতে দেওয়া চলবে না: সাখাওয়াত

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি    ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৩৬ পি.এম.
নোয়াখালীর হাতিয়ায় নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। সংগৃহীত ছবি

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, হাতিয়ার নলচিরা চেয়ারম্যান ঘাটে শিগগিরই রুটে ফেরি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তিনি চান, নিজে থাকাকালীনই ওই ফেরি উদ্বোধন করতে পারবেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে নোয়াখালীর হাতিয়ায় নলচিরা ঘাট পরিদর্শন করে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন,‘এর আগে এখানে আসতে দেওয়া হয়নি; আমরা কাজ করতে পারিনি। স্থানীয় কিছু নেতা ঘাট দখল করে রাখায় সমস্যা হয়েছে। কেন একটা নদীকে বন্দরের মানে আনতে এত বছর লেগে গেল—যদি বন্দর ঘোষিত হতো আমরা উন্নয়নের কাজ শুরু করতাম। এখন আবার অন্তর্বর্তীভাবে প্রথম থেকেই কাজ শুরু করতে হচ্ছে।’

তিনি স্থানীয় জনগণকে সতর্ক করে বলেন, ‘আপনারা নেতা সিলেক্ট করবেন, তারপর তিনি ঘাট দখল করে নিবেন—এভাবে চলতে দেবেন না। ঘাট মানুষের ও সরকারের সম্পদ—এ কথা সবাইকে রক্ষায় ভূমিকা রাখতে হবে। গত ১৬–১৭ বছরের পুনরাবৃত্তি যেন আর না ঘটে, তা সকলকে প্রতিহত করতে হবে।’

এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মোহাম্মদ সলিমুল্লাহ, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিনসহ স্থানীয় শিক্ষক ও রাজনৈতিক নেতারা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনে পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না: ডিএমপি কমিশনার
নির্বাচনে পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না: ডিএমপি কমিশনার
প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ কেন, জানাল ইসি
প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ কেন, জানাল ইসি
নির্বাচনী উৎসবে দেশঃ নজর ভোটার আস্থায়
নির্বাচনী উৎসবে দেশঃ নজর ভোটার আস্থায়