জবাবদিহিতামূলক প্রশাসন গড়তে চাই : সাভার ইউএনও

 
                                            
                                    
সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবুর রহমান বলেছেন, সবার অংশগ্রহণমূলক, জবাবদিহিতামূলক প্রশাসন গড়তে চাই যেখানে সবার নিরাপত্তা নিশ্চিত হবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় ঢাকার সাভার উপজেলা পরিষদের করফারেন্স রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে “কেমন প্রসাশন চাই” শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
সভাপতির বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, “জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের যে মাহাত্ম—সেটা আমরা হৃদয়ে ধারণ করি। শহীদ পরিবারের পাশে থাকব-ইনশাআল্লাহ।”
তিনি আরো বলেন, “সবার অংশগ্রহণমূলক, জবাবদিহিতামূলক প্রশাসন গড়তে চাই। যেখানে সবার নিরাপত্তা নিশ্চিত হবে। জুলাই যোদ্ধা, আহত, শহীদ পরিবার ও বৈষম্যবিরোধীসহ সকল জনগণের নিরাপত্তায় প্রশাসন সচেষ্ট থাকবে।”
এ সময় জুলাই যোদ্ধা, আহত, শহীদ পরিবার ও বৈষম্যবিরোধীদের ফুল দিয়ে বরণ এবং শহীদদের স্মরণে নীরবতা পালন ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ
 
                             
                         
                 
                





