• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্যর্থ বিশ্বকাপ শেষে দেশে ফিরলেন জ্যোতিরা

স্পোর্টস ডেস্ক    ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ পি.এম.
নারী ওয়ানডে বিশ্বকাপে ৭ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে গ্রুপ পর্বে বিদায় বাংলাদেশ-ছবি ভিওডি বাংলা

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দল গ্রুপ পর্ব থেকেই বিদায় হয়েছে। ৭ ম্যাচ খেলে মাত্র ১ জয় অর্জন করেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। মঙ্গলবার দেশে ফিরেই বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জ্যোতি বলেন,

দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জ্যোতি বলেন, 'ব্যক্তিগতভাবে যদি আমি বলি, আমি একদম বলব যে আমি আমার মতো করে ব্যাটিং করতে পারিনি। বলব যে আমার অফ ফর্মটা আসলে দলকে ভুগিয়েছে বেশি। টপ অর্ডারে যখন ব্যাটিং করি, যখন একটা ভালো স্কোর থাকে, কারণ আমি অন্যরকমভাবে ব্যাটিং করতে পছন্দ করি। তো, সেই ক্ষেত্রে সেটা আমি আসলে দলকে দিতে পারিনি।'

'সুপ্তা আপু নিয়মিত রান করেছেন এবং আমি বলব সোবহানা খুব ভালো করেছে। দুই-একটা ম্যাচে ব্যক্তিগত কিছু কিছু ছোট ছোট ক্যামিও ছিল। স্বর্ণা খুব ভালো খেলেছে। ঝিলিক শুরুর দিকটা অনেক ভালো দিয়েছে। তো, এগুলো যদি আমরা আসলে দল হিসেবে যদি আমরা ধারাবাহিক হতে পারি, তখন দেখবেন যে তখন বড় ম্যাচগুলো আসলে জেতা সম্ভব হবে।'-যোগ করেন তিনি।

মারুফার বোলিং নিয়ে হতাশা ব্যক্ত করে জ্যোতি বলেন, “মারুফা নতুন বলে ধারাবাহিক ছিলেন, কিন্তু কিছু ম্যাচে ভালো করতে পারেননি। পাওয়ার প্লে এবং মিডল ওভারে তাকে ব্যবহার করা কঠিন হয়ে পড়েছে। লাইন-লেন্থ ঠিক ছিল না, তাই ছন্দ ধরে রাখা কঠিন হয়েছে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিল হিউজের ঘটনার পুনরাবৃত্তি: বলের আঘাতে মৃত্যু অস্টিনের
ফিল হিউজের ঘটনার পুনরাবৃত্তি: বলের আঘাতে মৃত্যু অস্টিনের
মাহমুদউল্লাহ হাসপাতালে ভর্তি, দোয়া চাইলেন স্ত্রী
মাহমুদউল্লাহ হাসপাতালে ভর্তি, দোয়া চাইলেন স্ত্রী
শুভ জন্মদিন ‘ফুটবল ঈশ্বর’ ম্যারাডোনা
শুভ জন্মদিন ‘ফুটবল ঈশ্বর’ ম্যারাডোনা