নতুনতারা'র '২০০ শ তম' সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

 
                                            
                                    
"গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান" শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা আয়োজিত নতুনতারা'র সাপ্তাহিক '২০০শ তম' সাহিত্য আড্ডা ২৭ অক্টোবর ২০২৫, সোমবার, সন্ধ্যা ৭ টায় নতুনতারা ভবন খুলনায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কো চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু।
বিশেষ অতিথি ছিলেন নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা নাগরিক নেতা ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নতুনতারা'র প্রতিষ্ঠাতা মহাপরিচালক কবি ও সাংবাদিক সাইফুর মিনা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কবি ও সাংবাদিক ফরহাদ কাদির, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ আকরাম হোসেন মল্লিক, ঢাকা থেকে আগত 'আলো মিডিয়া গ্রুপ' এর প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব আহমেদ হোসাইন ছানু, সাপ্তাহিক নতুনতারা সাহিত্য সম্পাদক মোঃ রহমত আলী, ফুলতলা উপজেলা কমিটির প্রধান সমন্বয়ক সরদার আব্দুল আজিজ, রুপসা সাহিত্য সংগঠন এর সভাপতি বদিউল আলম চৌধুরী প্রমুখ।
৩১ অক্টোবর নতুনতারা নৌভ্রমণ ও সাহিত্য সম্মেলন সফল করার লক্ষ্যে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়। সাহিত্য আড্ডা শেষে উদযাপন কমিটি'র আহবায়ক শাখাওয়াৎ হোসেন স্বপন এর আশু সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন শেখ আবু আসলাম বাবু।
ভিওডি বাংলা/ এমএইচ
 
                             
                         
                 
                






