• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাহেরীন চৌধুরীর নামে নীলফামারীতে সড়কের নামকরণ

নীলফামারী প্রতিনিধি    ২৮ অক্টোবর ২০২৫, ০২:০৪ পি.এম.
শিক্ষিকা মাহেরীন চৌধুরীর স্মৃতিতে নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ী ইউনিয়নের চৌধুরী পাড়ার সড়কটি তার নামে নামকরণ করা হয়েছে-ছবি সংগৃহীত

ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো শিক্ষিকা মাহেরীন চৌধুরীর নামে তার গ্রামের বাড়ির সড়কের নামকরণ করা হয়েছে। মাহেরীন চৌধুরীর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়।

সোমবার (২৮ অক্টোবর) সকালে নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ী ইউনিয়নের চৌধুরী পাড়ায় তার গ্রামের বাড়ির সড়কে নামফলক বসানো হয়েছে।

স্থানীয় ও পৌরসভা সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করা মাহেরীন চৌধুরীকে স্মরণীয় করতে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে তার নামে সড়ক নামকরণের দাবি জানিয়ে আসছিল। পৌরসভা কর্তৃপক্ষ নিহত শিক্ষিকার বাড়ির সামনে থেকে আহাদ আলী চৌধুরীর বাড়ি পর্যন্ত ১.৮ কিলোমিটার সড়কের নামকরণ করেছে ‘মাহেরীন চৌধুরী সড়ক’ নামে।

স্থানীয়রা জানান, মাহেরীন চৌধুরী এলাকার গর্ব। তিনি নিজ অর্থে অনেক শিশুকে পড়ালেখা করিয়েছেন এবং সবসময় এলাকার মানুষের খোঁজখবর নিতেন। বগুলাগাড়ী এলাকার বাসিন্দা রেজাউল ইসলাম বলেন, “নিহত শিক্ষিকা আমাদের এলাকার গর্ব। তিনি শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাকে স্মরণীয় করতে সড়কের নামকরণ করা হয়েছে, এতে আমি খুশি।”

জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জায়িদ ইমরুল মুজাক্কিন জানান, সড়কের দুই প্রান্তে নামফলক বসানো সম্পূর্ণ হয়েছে। এছাড়া তার কবরস্থানের দিকে যাওয়া সড়কেও একটি ফলক বসানো হবে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে মাহেরীন চৌধুরী গুরুতর আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময়ে তিনি প্রায় ২০ জন শিক্ষার্থীকে উদ্ধার করেছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড
নবাবগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড
শীলকুপ ইউনিয়ন মৎস্যজীবী দলের কমিটি গঠিত
শীলকুপ ইউনিয়ন মৎস্যজীবী দলের কমিটি গঠিত
রাঙ্গাবালীতে লাইসেন্সবিহীন করাতকল, বন বিভাগের হুশিয়ারি
রাঙ্গাবালীতে লাইসেন্সবিহীন করাতকল, বন বিভাগের হুশিয়ারি