১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন জয় ভানুশালী ও মাহি ভিজ?

টেলিভিশন জগতের জনপ্রিয় তারকাদম্পতি জয় ভানুশালী ও মাহি ভিজ–এর সম্পর্ক ভাঙনের খবর ফের শিরোনামে। জানা গেছে, দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন এই দম্পতি। ইতিমধ্যেই তাঁরা বিচ্ছেদের আবেদন জানিয়েছেন আদালতে, এমনটাই বলছে বলিউড সূত্র।
চলতি বছরের জুলাই মাসে প্রথম বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। সে সময় মাহিকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে, তিনি জানান—‘এই বিষয়ে কাউকে জবাব দিতে আমি বাধ্য নই।’
তবে সাম্প্রতিক প্রতিবেদন বলছে, জুলাই বা অগস্ট নাগাদই তাঁদের বিচ্ছেদে আইনি সিলমোহর পড়ে গেছে।
সূত্রের খবর, আবেদন করার আগেই জয় ও মাহি আলাদা থাকছিলেন। তাঁদের তিন সন্তানের মধ্যে কার অভিভাবকত্ব কার হাতে থাকবে, সেটিও নাকি ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে।
সম্পর্কে দূরত্বের নেপথ্যে রয়েছে সন্দেহ ও মানসিক অশান্তি। জানা গেছে, মাহির সন্দেহ থেকেই নাকি শুরু হয়েছিল বিবাদের সূত্রপাত। এক সময় তাঁরা নিয়মিতভাবে যুগল হিসেবে ভিডিও ব্লগ (ভ্লগ) করতেন, কিন্তু গত কয়েক মাস ধরে তাঁদের একসঙ্গে কোনও পোস্টই দেখা যায়নি।
২০২৪ সালের জুলাই মাসে শেষবার পারিবারিক ছবি পোস্ট করেন জয় ও মাহি। এমনকি গত অগস্টে তাঁদের মেয়ে তারার জন্মদিনের অনুষ্ঠানেও দু’জনকে দূরত্ব বজায় রাখতে দেখা যায়।
উল্লেখ্য, ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন জয় ও মাহি। তাঁদের তিন সন্তান—জৈব কন্যা তারা, এবং দত্তক নেওয়া দুই সন্তান রাজবীর ও খুশি। এখন পর্যন্ত তাঁরা বিচ্ছেদ প্রসঙ্গে প্রকাশ্যে কিছু বলেননি।
ভিওডি বাংলা/ আ







