• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হবু পুত্রবধূর জন্মদিনে আদরে ভাসালেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক    ২৭ অক্টোবর ২০২৫, ০৩:১০ পি.এম.
অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও হবু পুত্রবধূ দামিনী ঘোষ। সংগৃহীত ছবি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি প্রায়ই আলোচনায় থাকেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। তবে এবার তিনি শিরোনামে এসেছেন এক হৃদয়ছোঁয়া কারণে— হবু পুত্রবধূ দামিনী ঘোষের সঙ্গে দারুণ সম্পর্কের জন্য।

সম্প্রতি শ্রাবন্তীকে দেখা যায় ছেলে অভিমন্যু চ্যাটার্জি ঝিনুকের প্রেমিকা দামিনীর জন্মদিনে। জন্মদিনের উৎসবে উপস্থিত হয়ে হবু পুত্রবধূকে কেক খাইয়ে এবং গালে চুমু খেয়ে আদরে ভাসান অভিনেত্রী। এই স্নেহময় মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, যা মুহূর্তেই ভাইরাল হয়।

ছেলে অভিমন্যু চ্যাটার্জি ঝিনুকের প্রেমিকা দামিনীর গালে চুমু শ্রাবন্তীর

দীর্ঘদিন ধরেই অভিমন্যুর সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন দামিনী ঘোষ। শুরু থেকেই শ্রাবন্তী তাদের এই সম্পর্ককে সমর্থন করে আসছেন।

এর আগেও এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানান, দামিনীর সঙ্গে তার সম্পর্ক “প্রথাগত শাশুড়ি-বৌমা”র মতো নয়, বরং অনেকটা ‘বোনের মতো বন্ধুত্বপূর্ণ’। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, তাদের বয়সের ব্যবধান খুবই কম— মাত্র দশ বছর। এমনকি দামিনী বয়সে শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর চেয়েও বড়।

অন্যদিকে, ছেলে অভিমন্যুর সঙ্গে শ্রাবন্তীর সম্পর্কও বেশ বন্ধুত্বপূর্ণ। অভিনেত্রী বলেন,

“অভিমন্যু আমার খুব ভালো বন্ধু এবং সবচেয়ে বড় সমালোচকও।”

অভিনয়ের দিক থেকেও বর্তমানে ব্যস্ত সময় পার করছেন শ্রাবন্তী। গেল দুর্গাপূজায় মুক্তি পাওয়া তার অভিনীত ‘দেবী চৌধুরানি’ সিনেমাটি দর্শক ও সমালোচক— দুই মহলেই প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটিতে প্রসেনজিৎ চ্যাটার্জিও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

ভিওডি বাংলা/ আ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরিয়ান কি কাস্ট করতে পারবে আমাকে?
আরিয়ান কি কাস্ট করতে পারবে আমাকে?
সঞ্চালনা করেই শতকোটি আয় সালমানের!
সঞ্চালনা করেই শতকোটি আয় সালমানের!
সামিরার মা-সহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সামিরার মা-সহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা