• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিবন্ধন ইস্যুতে যে বার্তা দিলেন ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক    ২৬ অক্টোবর ২০২৫, ০৬:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) এ বিষয়ে সংবাদ সম্মেলন রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। 

রোববার (২৬ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

সচিব আখতার আহমেদ বলেন, ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত। আগামীকাল সংবাদ সম্মেলন করে তা জানানো হবে। এছাড়া চলতি সপ্তাহেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধনও চূড়ান্ত করবে কমিশন।
 
এ সময় সিইসির সঙ্গে বৈঠক বিষয়ে তিনি বলেন, কমনওয়েলথের পাঁচ সদস্যের প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতি, অংশীজনদের সঙ্গে আলোচনাসহ বিভিন্ন বিষয় জানতে চেয়েছে।
 
এছাড়া সংস্কার কমিশনে সুপারিশ অনুযায়ী কমিশন কী কাজ করেছে, তাও জানতে চেয়েছেন কমনওয়েলথের প্রতিনিধিরা। প্রযুক্তির অপব্যবহার রোধে কমিশনের উদ্যোগ বিষয়েও প্রতিনিধি দল জানতে চেয়েছে বলে জানান ইসি সচিব। 

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়োগ-বদলির পরামর্শে গঠিত জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল
নিয়োগ-বদলির পরামর্শে গঠিত জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল
এসএসসির সময়সূচির বিষয়ে সতর্ক করলো ইসি
এসএসসির সময়সূচির বিষয়ে সতর্ক করলো ইসি
মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে নতুন অধ্যাদেশ অনুমোদন
মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে নতুন অধ্যাদেশ অনুমোদন