• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সম্পর্ক নিয়ে খোলামেলা রাশমিকা মন্দানা

বিনোদন ডেস্ক    ২৫ অক্টোবর ২০২৫, ০২:১৫ পি.এম.
রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা। সংগৃহীত ছবি

ভারতীয় দক্ষিণী তারকা জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডাকে ঘিরে নতুন গুঞ্জন ছড়িয়েছে চলচ্চিত্র দুনিয়ায়। শোনা যাচ্ছে, গোপনেই নাকি বাগদান সম্পন্ন করেছেন এই জনপ্রিয় জুটি। এমনকি দীপাবলি উৎসবও একসঙ্গে উদ্‌যাপন করেছেন তারা।

এমন গুঞ্জনের মধ্যেই সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সম্পর্ক ও জীবনের দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা কথা বলেছেন রাশমিকা মন্দানা।

তিনি বলেন, “সম্পর্কে বেশিরভাগ ঝগড়াই হয় ছোট ছোট বিষয় নিয়ে— কোথায় যাব, কার সঙ্গে কথা বলব, কার সঙ্গে নয়— এসব নিয়েই ভুল বোঝাবুঝি তৈরি হয়। এতে দু’পক্ষই সমস্যায় পড়ে।”

রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা।

জীবনসঙ্গীর মধ্যে কেমন গুণ চান, এমন প্রশ্নে রাশমিকা বলেন, “জীবনের প্রতিটি পর্যায়ে সে যেন আমার পাশে থাকে। তার সঙ্গে থাকলে আমি যেন নিরাপদ বোধ করি।”

তিনি আরও যোগ করেন, “আমার সঙ্গীকে অবশ্যই সহানুভূতিশীল হতে হবে— যার মনে দয়া-মায়া, সম্মান ও যত্ন থাকবে। সহানুভূতি না থাকলে একসঙ্গে পথ চলা কঠিন।”

২০১৮ সাল থেকে রাশমিকা ও বিজয় দেবরকোন্ডার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও প্রকাশ্যে কেউই তা স্বীকার করেননি। বলিউড সূত্রের দাবি, গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাসায় পরিবারের উপস্থিতিতে আংটিবদল করেছেন তারা। শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতেই নাকি বিয়ের পরিকল্পনা রয়েছে এই তারকা যুগলের।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হ্যালোইনে মাতলেন অপু বিশ্বাস
হ্যালোইনে মাতলেন অপু বিশ্বাস
হ্যালোইনে ফিরে এলো কোল্ডপ্লের সেই ভাইরাল দৃশ্য!
হ্যালোইনে ফিরে এলো কোল্ডপ্লের সেই ভাইরাল দৃশ্য!
ছেলেকে নিয়ে হ্যালোইন উদযাপন করলেন শাবনূর
ছেলেকে নিয়ে হ্যালোইন উদযাপন করলেন শাবনূর