সৈয়দপুর প্রিমিয়ার লীগ আয়োজন নিয়ে মতবিনিময় সভা

                                            
                                    
তারকা ক্রিকেটারসহ স্থানীয় ক্রিকেটারদের নিয়ে উত্তরবঙ্গের সেরা ক্রিকেট টুর্নামেন্ট সৈয়দপুর প্রিমিয়ার লীগ (সিজন-৩) আয়োজন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টায় (২৩ অক্টোবর) সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধী সমাজ, জাতীয় দলের সাবেক ও অনুর্ধ্ব-১৯, বিপিএল, ঢাকা লীগ খেলা নবীন, প্রবীন, ক্রীড়াবিদ, বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্তারা অংশগ্রহণ করেন। এটির আয়োজন করে প্লেয়ার্স এসোসিয়েশন অব সৈয়দপুর।
সভায় আলোড়ন সৃষ্টিকারী এই ক্রিকেট টুর্ণামেন্ট সবাইকে নিয়ে যাতে সুষ্ঠুভাবে সম্পাদক করা যায় এজন্য সবাই নিজ নিজ মতামত ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনীন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন,
পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, শহর জামায়াতের আমীর শরফুদ্দিন খান, বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মামুনুর রশিদসহ অন্যান্য সুধীজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলা পরিচালনা কমিটির আহবায়ক ও বিএনপি রাজনৈতিক জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু। এতে সঞ্চালনা করেন সাবেক ক্রিকেটার মো. এজাজ।
অনুষ্ঠানে একে একে বক্তব্য রাখেন, প্লেয়ার্স এসোসিয়েশন অব সৈয়দপুরের কুতুব উদ্দিন, মনোয়ার হোসেন মনু, আফরোজ আনোয়ার, জুয়েল, জাহিদ, অনুর্ধ্ব-১৯ দলের তারকা ক্রিকেটার বর্ষণ, ক্রিকেটার সাকলাইন, নওশাদ, নাসিম, হ্যাপ্পি, নাসিম, সারফারাজ মিন্টু, জিদান,সাবেক জাতীয় দল ক্রিকেটার মোক্তার সিদ্দিকী, জেলা ক্রিকেট কোচ বাবলু, মোমতাজ সিদ্দিকীসহ অন্যান্যরা।
বক্তারা সিজন-১ ও সিজন-২ এর চেয়ে আর জাকজমকভাবে সৈয়দপুর প্রিমিয়ার লীগ-সিজন-৩ এর আয়োজন করতে মতামত দেন এবং সকলে মিলে উত্তরবঙ্গের এই সেরা ক্রিকেট টুর্ণামেন্ট সফল করতে সকল ধরনের সহযোগিতা ও ঐক্যবদ্ধতার আশ্বাস দেন।
প্লেয়ার্স এসোসিয়েশন অব সৈয়দপুরের কুতুব উদ্দিন ও মনোয়ার হোসেন জানান, জাকজমক এরুপ ক্রিকেট টুর্ণামেন্ট উত্তরবঙ্গের সেরা একটি ক্রিকেট আসর। এতে জাতীয় দলের, বিপিএল, ঢাকালীগসহ তারকাসব ক্রিকেটারসহ স্থানীয় ক্রিকেটাররা অংশ গ্রহণ করে থাকেন। এই টুর্ণামেন্ট দেখতে আশপাশের জেলা থেকেও মানুষজন দলবেধে আসেন স্থানীয় রেলওয়ে মাঠে। এবার সিজন-৩ এর আয়োজন আরও কিভাবে সুন্দর আর গ্রহনযোগ্য করা যায় এটার জন্য আমরা সকলকে নিয়ে মতবিনিময় করেছি। খুব শিগগিরই উত্তরবঙ্গের সেরা টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে বলে জানান তারা।
ভিওডি বাংলা/ এমএইচ
                            
                        
                
                



                

