ফেগামারী ও দোখলার যৌথ উদ্যোগে জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

                                            
                                    
টাঙ্গাইলের মধুপুরে পাহাড়ি বনাঞ্চল এলাকার মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফেগামারী ও দোখলার যৌথ উদ্যোগে আয়োজিত “ফুটবল টুর্নামেন্ট–২০২৫”।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে মধুপুর উপজেলার দোখলা জাতীয় উদ্যান মাঠে ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফাইনাল খেলাটির উদ্বোধন করেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরানুল কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরণখোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক শারমীন সুলতানা সুমী, ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম ফরিদ, মধুপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস. এম. শহীদ, ও দপ্তর সম্পাদক মোঃ লিটন সরকার প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পীরগাছা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মিহির মার্টিন মৃ।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অরণখোলা ইউনিয়নের ইউপি সদস্য ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ফিলিপ কুবি এবং সাধারণ সম্পাদক মোঃ ফরমান আলী।
ফাইনাল খেলায় ফেগামারী একাদশ ৪–১ গোলে উখাইরাবাড়ী মিতালি ক্লাব একাদশ'কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
দিনব্যাপী এই ফুটবল উৎসবকে ঘিরে ফেগামারী ও দোখলা এলাকায় ছিল উৎসবের আমেজ। শত শত দর্শকের উপস্থিতিতে খেলোয়াড়রা উপহার দেন দুর্দান্ত পারফরম্যান্স।
স্থানীয়দের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সমাজে ইতিবাচক ধারা সৃষ্টি করতে সহায়ক ভূমিকা রাখবে।
ভিওডি বাংলা/ এমএইচ
                            
                        
                
                




                

