যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাংশায় প্রস্তুতি সভা

                                            
                                    
আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৫টায় পাংশা উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে পৌর শহরের থানা মোড় এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভার অনুষ্ঠিত হয়।
সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রিংকু। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরিফ-উল ইসলাম মিষ্টি ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. রুহুল আমিন।
এসময় আরও উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান খান, পৌর যুবদলের আহ্বায়ক মো. সবুজ সরদার, যুবদল নেতা মাসুদ রানা জনি, যুবদল নেতা আশরাফুল ইসলাম ফরিদ প্রমুখ।
বক্তারা বলেন, যুবদলের প্রতিষ্ঠার ৪৭ বছরে দেশের গণতন্ত্র রক্ষায় এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার কথা বলেন।
প্রস্তুতি সভা শেষে থানা মোড় এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণের উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ এমএইচ
                            
                        
                
                




                

