• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শুটিং সেটে গুরুতর আহত অভিনেতা বনি সেনগুপ্ত

বিনোদন ডেস্ক    ২৪ অক্টোবর ২০২৫, ১০:৫০ এ.এম.
অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন আহত হলেন টালিউড তারকা বনি সেনগুপ্ত-ছবি সংগৃহীত

অ্যাকশনের উত্তাপে ভরা ছিল শুটিং সেট, আর হঠাৎই নেমে আসে চিৎকার ও বিশৃঙ্খলা। আসন্ন টালিউড সিনেমা ‘বানসারা’-এর শুটিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্ত।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ছবির একটি অ্যাকশন দৃশ্য ধারণের সময় হঠাৎ করেই পায়ে গভীর চোট পান তিনি। বনির গোড়ালির একটি অংশ কেটে যায়, এবং ঘটনাস্থলেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ছবির পরিচালক আতিউল ইসলাম জানান, “কলকাতার একটি গোডাউনে শুটিং চলছিল। অ্যাকশন দৃশ্যের সময় দুর্ঘটনাটি ঘটে। এখন বনি অনেকটাই সুস্থ আছেন। প্রযোজনা সংস্থা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে বলেই বড় কোনো জটিলতা হয়নি।”

অভিনেতা বনি সেনগুপ্ত বলেন, “এই চরিত্রের জন্য আমাকে অনেকভাবে প্রস্তুতি নিতে হয়েছে। নিয়মিত শারীরিক কসরত করেছি, এমনকি চরিত্রের প্রয়োজনে চুলও ছোট করেছি। অ্যাকশন দৃশ্যের সময় হঠাৎ গোড়ালিতে চোট পাই, রক্তে পা ভেসে যায়। তবে ভালো চরিত্র দর্শকদের উপহার দিতে গিয়ে এই কষ্ট কোনো ব্যাপার নয়।”

‘বানসারা’-র শুটিং চলছে পুরুলিয়ার বিভিন্ন এলাকায়। ঘন জঙ্গলের মাঝে নির্মিত হয়েছে প্রায় চল্লিশ ফুট উঁচু দেবীমূর্তি, যা ছবির অন্যতম আকর্ষণ। সিনেমাটিতে অপরাজিতা আঢ্য অভিনয় করছেন ‘বড়মা’ চরিত্রে, আর বনিকে দেখা যাবে পুলিশ অফিসার অজিতেশ হিসেবে।

গল্পটি আবর্তিত হয়েছে পুরুলিয়ার জঙ্গলে ঘেরা গ্রাম **‘বানসারা’**কে কেন্দ্র করে। গ্রামের বনদেবীকে ঘিরে নানা অলৌকিক বিশ্বাস, বড়মা গৌরীকা দেবীর রহস্যময় প্রভাব এবং নতুন পুলিশ অফিসার অজিতেশের অনুসন্ধান-সব মিলিয়ে এটি দর্শকদের জন্য এক ব্যতিক্রমী থ্রিলার অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাদের মন্তব্য গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই : ভাবনা
তাদের মন্তব্য গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই : ভাবনা
বিয়ে নিয়ে শেহনাজ গিলের খোলামেলা মন্তব্য
বিয়ে নিয়ে শেহনাজ গিলের খোলামেলা মন্তব্য
তাহসানের সঙ্গে নাম জড়াতেই প্রেমিককে প্রকাশ্যে আনি :  ফারিণ
তাহসানের সঙ্গে নাম জড়াতেই প্রেমিককে প্রকাশ্যে আনি :  ফারিণ